'সেক্স এডুকেশন' নিয়ে Omg' সিক্যুয়েল এই সিনেমাটি!

খুব সম্ভব এটাই প্রথম সিনেমা যার আনকাট ভার্সন ওটিটতেও মুক্তি দিতে দেয়া হয় নি। সমালোচিত ডায়লগ ও স্পর্শকাতর ইঙ্গিতের জন্য ২০টির মত দৃশ্য কাটা হয়েছিল, যেগুলো নেটফ্লিক্সেও বহাল থাকলো।

'সেক্স এডুকেশন' নিয়ে Omg' সিক্যুয়েল এই সিনেমাটি!

খুব সম্ভব এটাই প্রথম সিনেমা যার আনকাট ভার্সন ওটিটতেও মুক্তি দিতে দেয়া হয় নি। সমালোচিত ডায়লগ ও স্পর্শকাতর ইঙ্গিতের জন্য ২০টির মত দৃশ্য কাটা হয়েছিল, যেগুলো নেটফ্লিক্সেও বহাল থাকলো। যাই হোক, মোটাদাগে সিনেমা ভাল লেগেছে। OMG এর প্রথম সিনেমাতে ভগবানের জন্য ভক্তদের খরচ ও প্রাকৃতিক দুর্যোগে ভগবানকে দায়ী করা মামলা নিয়ে প্লট সাজানো হয়। তারই থিমেটিক সিক্যুয়াল হয়েছে এবার 'সেক্স এডুকেশন' নিয়ে। 

স্বভাবতই সেক্স স্পর্শকাতর বিষয় এবং ভারতীয় সমাজব্যবস্থায় মাস্টারবেশন করা অন্যায়। এখানে কান্তিশরণ হিসাবে পঙ্কজকে দেখানো হচ্ছে শিবের একনিষ্ঠ ভক্ত হিসাবে। তার ছেলে স্কুলে ভুল প্ররোচনায় মাস্টারবেট করে যেটা তার ক্লাসমেটরা ভিডিও করে নেটে ছেড়ে ভাইরাল করে দেয়। প্রথমে কান্তি ছেলেকে দোষারোপ করলেও পররবর্তীতে শিবরূপী অক্ষয়ের দেয়া জ্ঞানলাভ করে নিজের ভুল বুঝতে পারে এবং মামলা করে স্কুলসহ সব দায়িদের বিরূদ্ধে।

সিনেমার প্লটে থিমটা বাদ দিলে জোরালো খুব কিছু নেই। কিছু মজার ডায়লগ আছে, কোর্টরুমে আছে কিছু মুখে তালা মেরে যাওয়া প্রশ্নের অবতারণা। স্কুলপক্ষের আইনিজীবি হিসাবে ইয়ামী গৌতমের যুক্তিগুলো খুব একটা শক্ত ছিল না, অনেক জায়গায় বোঝাই গেছে আরোপিতভাবে বিচারক সেক্স এডুকেশনের পক্ষে যাচ্ছেন। পঙ্কজ ত্রিপাঠীর অন্যান্য কমেডি সিনেমার তুলনায় এখানে তার স্ক্রিনপ্রেজেন্স ভাল, অক্ষয়ও খারাপ করে নি। তবে কোর্টের বাইরে ইয়ামীর তেমন কিছু করার ছিল না। ইন্ডিয়ান হেরিটেজ, মাইথোলজির রেফারেন্স ধরে লেখা স্ক্রিপ্ট ভাল ছিল তবে রিপিট করা ট্রিটমেন্ট ছিল। ওভারল সিনেমাটা বাংলাদেশি পারস্পেক্টিভেও খুব ভাল যায়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow