'আপন যে জন' দিয়ে প্রথমবার পরিচালনায় শাহ্জাহান সৌরভ

৮ বছরের মেয়েকে নিয়ে কিশোর একাই থাকে। ৮ বছর পর দিঠি প্রবাস থেকে ফিরে, মেয়ের দাবী নিয়ে কিশোরের সামনে এসে দাঁড়ায়। এর পর থেকে কিশোর এড়িয়ে চলতে শুরু করে দিঠিকে আর দিঠিও মেয়েকে ফিরে পাওয়ার জেদ নিয়ে কিশোরের পিছু ছাড়ে না। শেষ পর্যন্ত এই ইঁদুর দৌড়ে কে জয়ী হয় নাকি দু'জনই হারে, সে গল্পটাই আপন যে জন।

'আপন যে জন' দিয়ে প্রথমবার পরিচালনায় শাহ্জাহান সৌরভ

৮ বছরের মেয়েকে নিয়ে কিশোর একাই থাকে। ৮ বছর পর দিঠি প্রবাস থেকে ফিরে, মেয়ের দাবী নিয়ে কিশোরের সামনে এসে দাঁড়ায়। এর পর থেকে কিশোর এড়িয়ে চলতে শুরু করে দিঠিকে আর দিঠিও মেয়েকে ফিরে পাওয়ার জেদ নিয়ে কিশোরের পিছু ছাড়ে না। শেষ পর্যন্ত এই ইঁদুর দৌড়ে কে জয়ী হয় নাকি দু'জনই হারে, সে গল্পটাই আপন যে জন। 

এতে অভিনয় করেছেন . অপূর্ব, মম, আব্দুল্লাহ রানা, আনোয়ার শাহী, সুরভী ইসলাম, আল-আমিন সবুজসহ অনেকে। 

'আপন যে জন' গল্প সম্পর্কে শাহ্জাহান সৌরভ বলেন, "আমি একটা ভাঙা পরিবারের আবেগঘন গল্প বলতে চেয়েছি, দু'জন অনুভূতি প্রবণ মানুষের বিপরীত অবস্থান ও পরিণতির গল্প বলতে চেয়েছি, যে গল্পটা এক সময় দর্শকের দৃষ্টিভঙ্গি, ভাবনা এবং অনুভূতি পালটে দেবে ভীষণভাবে।"

নিজের প্রথম পরিচালনা সম্পর্কে এই নব পরিচালক বলেন,  ভীষণ সুখকর অভিজ্ঞতা হয়েছে। মম, অপূর্ব ভাই, রানা ভাই সহ প্রত্যেকেই গল্পটাকে ভীষণ ভালবেসে, নিজের মতো আপন করে নিয়ে কাজ করেছেন। তাই আমার নির্দেশনার কাজটা খুব সহজ হয়েছে।

নাটকটি আসন্ন ভালোবাসা দিবস কিংবা ঈদ উৎসবে কোন একটা টিভি চ্যানেলে প্রচারিত হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow