ল্যাপটপ স্লো হলে যা করণীয়...
অত্যাধুনিক প্রযুক্তির এই যুগে কম্পিউটার ছাড়া দুনিয়া যেন অনেকটাই অসম্পূর্ণ। তবে গুরুত্বপূর্ণ মুহুর্তগুলোতে ল্যাপটপ স্লো হয়ে গেলে মেজাজ কন্ট্রোলে রাখাই যেন দুসাধ্য ব্যপার। তাই আজ আপনাদের জন্য টিপস থাকছে ল্যাপটপ স্লো হলে যা করবেন....
১. অপ্রয়োজনীয় ট্যাব খোলা থেকে বিরত থাকুন। কেননা ব্রাউজারে একই সঙ্গে অনেক ট্যাব উপস্থিত থাকা কম্পিউটার স্লো হওয়ার অন্যতম কারণ।
২. কম্পিউটারের জাঙ্ক ফাইল ডিলিট করুন এবং প্রসেসিং এর ক্ষমতা বৃদ্ধি করুন। এতে কম্পিউটার দ্রুততর হয়।
৩. নিয়মিত ম্যালওয়ার স্কান করুন। এটা আপনার অপ্রয়োজনীয় ও ক্ষতিকর অ্যাপ দ্রুত খুজে বের করে। এসব অ্যাপ ডিলিট করুন দ্রুত। এতে ভালো ফল পাবেন।
৪. ল্যাপটপ হার্ডওয়্যারের সাথে সলিড স্টেট ড্রাইভ সংযুক্ত করুন। এটি কম্পিউটার দ্রুত করে।