ক্যানভাসার মোশাররফ করিম!
সমসাময়িক তিন তারকাকে সঙ্গে নিয়ে নির্মাণ হলো বিশেষ নাটক ‘রঙ্গিলা’। সিএমভি’র ব্যানারে এই নাটকটি নির্মাণ করেছেন যুবায়ের ইবনে বকর।
 
                                                                                                    সমসাময়িক তিন তারকাকে সঙ্গে নিয়ে নির্মাণ হলো বিশেষ নাটক ‘রঙ্গিলা’। সিএমভি’র ব্যানারে এই নাটকটি নির্মাণ করেছেন যুবায়ের ইবনে বকর। কমেডি ঘরানার এই গল্পে মোশাররফ করিফ একজন ক্যানভাসার, জান্নাতুল সুমাইয়া হিমি নাচিয়ে এবং নিলয় আলমগীর থাকছেন পকেটমারের ভূমিকায়।
নির্মাতা জানান, গ্রামে-গঞ্জে নাটকে লায়লা (হিমি) নাচে, রাজ্জাক (মোশাররফ করিম) ক্যানভাস করে আর সেই ফাঁকে সালমান (নিলয়) দর্শকদের পকেট মারে! এভাবেই চলে তিনজনের জমজমাট ব্যবসা। ফন্দি ভালোই চলছিলো। প্রচুর ইনকাম। কিন্তু প্রেমের বিষয়ে তৈরি হয় বিভেদ। অর্থাৎ লায়লাকে রাজ্জাক-সালমান দুজনেই প্রেমিক হিসেবে চায়! শুরু হয় গল্পের নতুন ট্র্যাজেডি। সবশেষে আমি বলবো, অনেকদিন পর প্রাণখুলে মনের মতো একটা কাজ করলাম।"
‘রঙ্গিলা’ নাটকটি খুব শীঘ্রই সিএমভি’র ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে।
What's Your Reaction?
 
                    
                
 
                    
                
 
                    
                
 
                    
                
 
                    
                
 
                    
                
 
                    
                
 
                     
	                                             
	                                             
	                                             
	                             
	                             
	                             
	                             
	                             
	 
	 
	 
	 
	