স্মার্ট ছাতা কেমন? কী কী করা যায়...

'ট্যাকটিক্যাল রিলোড' অথবা 'কিংসম্যান' সিরিজের সিনেমাগুলো যদি দেখে থাকেন তাহলে হয়তো ধারণা করতে পারবেন স্মার্ট ছাতা কেমন ও এর মাহাত্ম্য। না এই স্মার্ট ছাতা দিয়ে জীবন বাচানো যাবে না, এমনকি প্রিয় মানুষটির সাথে প্রেমও হবে না।

স্মার্ট ছাতা কেমন? কী কী করা যায়...

'ট্যাকটিক্যাল রিলোড' অথবা  'কিংসম্যান' সিরিজের সিনেমাগুলো যদি দেখে থাকেন তাহলে হয়তো ধারণা করতে পারবেন স্মার্ট ছাতা কেমন ও এর মাহাত্ম্য। না এই স্মার্ট ছাতা দিয়ে জীবন বাচানো যাবে না, এমনকি প্রিয় মানুষটির সাথে প্রেমও হবে না। তবে যেটা হবে আপনি আর ভুল করে কোথাও রেখে আসলেও আপনার ছাতা হারাবে না! যদি তা হয়ে থাকে স্মার্ট ছাতা। 

স্মার্ট ছাতা দিয়ে কী কী করা যায়? এমন প্রশ্ন যদি থেকে থাকে আপনার মনে তবে আপনাকেই বলছি ধরুন তীব্র গরমে ছাতার মাধ্যমে আপনি হয়তো আপনার মাথাকে বাচাঁতে পারবেন, কিন্তু তা যদি হয় স্মার্ট ছাতা তবে আপনি সেই ছাতার সাথে একটি ফ্যানও সংযুক্ত করতে পারেন। 

যাদের কাছে মনে হচ্ছে এতেও আপনি সন্তুষ্ট নন, তাদের কথা মাথায় রেখে সৌদি আরবের এক বিজ্ঞানী মোহাম্মদ বিন হামেদ আস সায়েগ পৃথিবীর বিভিন্ন দেশ ঘুরে আবহাওয়ার সাথে সামঞ্জস্যতা রেখে এই স্মার্ট ছাতা তৈরি করেছেন। এই ছাতা প্রচন্ড বৃষ্টির পর বৃষ্টিভেজা ছাতা ভাজ করলে টপটপ পানি পড়বে না, বরং ছাতার পানি ভিতরেই জমা হবে এবং আপনি আপনার সুবিধামতো স্থানে সেই পানি ফেলতে পারবেন। আবার তীব্র হাসফাস গরমে এই স্মার্ট ছাতার উপরে থাকবে শিশির কণা, ফলে ছাতার ভিতর থাকবে ঠান্ডা। ছাতার ওজন মাত্র ৬৬০ গ্রাম, যা সহজেই বহনযোগ্য। একই সাথে বাতি যুক্ত থাকার কারণে এই ছাতা নিয়ে অন্ধকারেও পথ চলা যায়৷ 

যাদের ছাতা হারানোর বাতিক রয়েছে তাদের জন্য রয়েছে 'ফরগেট মি নট' অপশন। অর্থাৎ আপনি ফেলে আসলে তা তৎক্ষনাৎ আপনাকে এমন নোটিফিকেশন পাঠাবে। এই ছাতা আপনাকে আবহাওয়ার পূর্বাভাস দিতে সক্ষম। 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow