দুর্ঘটনার খবর মুহুর্তেই জানিয়ে দেবে আইফোন!

আইফোন ১৪ সিরিজের নতুন ফিচার ক্র্যাশ ডিটেকশন। যা ব্যবহার করলে মুহুর্তেই আপনাকে জানিয়ে দেয়া হবে আপনার প্রিয় মানুষটির দুর্ঘটনার কবলে পড়ার খবর। সম্প্রতি আইফোন ১৪ ব্যবহারকারী এক নারী পড়েছিলেন দুর্ঘটনার কবলে।

দুর্ঘটনার খবর মুহুর্তেই জানিয়ে দেবে আইফোন!

আইফোন ১৪ সিরিজের নতুন ফিচার ক্র্যাশ ডিটেকশন। যা ব্যবহার করলে মুহুর্তেই আপনাকে জানিয়ে দেয়া হবে আপনার প্রিয় মানুষটির দুর্ঘটনার কবলে পড়ার খবর। সম্প্রতি আইফোন ১৪ ব্যবহারকারী এক নারী পড়েছিলেন দুর্ঘটনার কবলে। নতুন এই ফিচারটির মাধ্যমে সেই খবর তৎক্ষনাৎ জানতে পারেন তার স্বামী। ফলে অ্যাম্বুলেস পৌছানোর আগেই ঘটনাস্থলে পৌছতে সক্ষম হন স্বামী।

সাম্প্রতিক এই ঘটনার বিবরণ দিয়ে স্বামী সামাজিক যোগাযোগ মাধ্যমের এক পোস্টে লিখেন, আমার স্ত্রী যখন ড্রাইভ করছিল, তখন আমি ওর সঙ্গেই ফোনে কথা বলছিলাম। মুদি দোকান থেকে জিনিসপত্র কিনে ফিরছিল ও। হঠাৎ আমি ওর চিৎকার শুনতে পাই এবং কানেকশন হারিয়ে যায়। তারপর ওর আইফোন থেকে আমার কাছে একটা নোটিফিকেশন আসে।ন সেখানেই ইঙ্গিত মিলে আমার স্ত্রী দুর্ঘটনার কবলে পড়েছে। আমি দ্রুত ঘটনাস্থলে চলে যাই।"

একাধিক গণমাধ্যমের প্রতিবেদন সুত্রে জানা গেছে, ঐ নারী কখন কিভাবে দুর্ঘটনার কবলে পতিত হয়েছেন তা পুঙ্খানুপুঙ্খভাবে স্বামীর কাছে জানিয়ে দেয়া হয়েছে আইফোন ১৪ সিরিজের নতুন ফিচার ক্র্যাশ ডিটেকশনের মাধ্যমে। এছাড়া আইফোনের এই ফিচার ক্র্যাশ ডিটেকশন দুর্ঘটনার সুর্নিদিষ্ট দৃশ্য শনাক্ত করা ও আহতকে দ্রুত সহায়তা দিয়ে সঠিক স্থানে পৌছে দিতে গাইড করে।

আইফোন ১৪ সিরিজের ক্র্যাশ ডিটেকশন ফিচারটিতে আরও সংযু্ক্ত রয়েছে গাড়ি দুর্ঘটনার সম্মুখীন হলে চালকের আইফোন থেকে জরুরি ভিত্তিতে ইমার্জেন্সি নাম্বারে সংকেত পাঠিয়ে দেয়। ক্র্যাশ ডিটেকশন ফিচারটি বর্তমানে আইফোন ১৪, আইফোন ১৪ প্রো, অ্যাপল ওয়াচ সিরিজ ৮ এবং অ্যাপল ওয়াচ আলট্রা'তে সংযুক্ত করা আছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow