লেজ নিয়ে জন্ম নিল মানব সন্তান!
গর্ভাবস্থায় চার থেকে আট সপ্তাহের মাঝে সব ভ্রুণের ছোট লেজ থাকে। তবে অ্যাপোপটিসের সময় এটি একটি টেলবোনে পরিণত হয়। জন্মের সময় এই লেজের কোন চিহ্ন থাকে না।
তবে সম্প্রতি ব্রাজিলের এক শিশুর জন্ম হয়েছে ১২ সেন্টিমিটার লম্বা একটি লেজ নিয়ে। এছাড়াও লেজের মাথায় একটি ওজনদার মাংসপিণ্ডের উপস্তিতি পাওয়া গেছে। ব্রাজিলের ফোর্টলেজা শহরের একটি হাসপাতালে এই বিরল ঘটনা ঘটে। ৩৫ সপ্তাহের বয়স্ক এই শিশু জন্মের পরই অস্বাভাবিকতা লক্ষ্য করা গেছে। পরবর্তীতে শিশুর বাবা-মা এর অনুরোধে লেজ অপসারণ করা হয়েছে। ঘটনাটি বেশ বিরল বলে জানা গেছে। লেজ এ কোন হাড় না থাকায় চিকিৎসক এটিকে ছদ্ম লেজ বলে অভিহিত করেছেন।