পুরুষকে যে পোশাকে দেখলে বেশি আসক্ত হন নারীরা..

বেশিরভাগ পুরুষ পোশাক হিসেবে নিয়মিত টি শার্ট, শার্ট, ফতুয়া, পাঞ্জাবী, ব্লেজার ইত্যাদি পছন্দ করেন। তবে এগুলোর মাঝে সবচেয়ে বেশি ব্যবহৃত হলো টি শার্ট। বিশ্বের সবদেশের পুরুষরা কম-বেশি টি শার্ট পরে থাকেন। শুধু পুরুষ নয়, অনেক নারীরাও বর্তমান সময়ে টি শার্টে অনেক বেশি স্বাচ্ছ্যন্দবোধ করে থাকেন।

পুরুষকে যে পোশাকে দেখলে বেশি আসক্ত হন নারীরা..

বেশিরভাগ পুরুষ পোশাক হিসেবে নিয়মিত টি শার্ট, শার্ট, ফতুয়া, পাঞ্জাবী, ব্লেজার ইত্যাদি পছন্দ করেন। তবে এগুলোর মাঝে সবচেয়ে বেশি ব্যবহৃত হলো টি শার্ট। বিশ্বের সবদেশের পুরুষরা কম-বেশি টি শার্ট পরে থাকেন। শুধু পুরুষ নয়, অনেক নারীরাও বর্তমান সময়ে টি শার্টে অনেক বেশি স্বাচ্ছ্যন্দবোধ করে থাকেন।

অফিস,বাসা কিংবা বন্ধু-বান্ধবের আড্ডা সব জায়গাতেই পোশাক হিসেবে এই টি শার্টের রয়েছে বাড়তি কদর। তবে এমন প্রশ্ন কি কখনো আপনার মনে জেগেছে নারীরা পুরুষদের কোন রঙ বা কোন ধরণের পোশাকে দেখতে বেশি পছন্দ করেন?

এই বিষয়ক এক সমীক্ষায় দেখা গেছে, অধিকাংশ নারীরা পুরুষদের এক রঙা সাদা টি শার্টে দেখতে বেশি পছন্দ করেন এবং এদের প্রতিই নারীরা বেশি আকৃষ্ট হন। গবেষকদের মতে, এই সমীক্ষায় অংশ নেয়া নারীরা জানিয়েছেন, তারা ডিজাইন করা পোশাকের তুলনায় এক রঙা সাদা রঙের টি শার্ট পরিহিত ছেলেদের প্রতি তুলনামূলক ১০ শতাংশ বেশি আকৃষ্ট হন।

এই বিষয়ে বিশেষজ্ঞদের ব্যাখ্যা, সাদা রঙের টি শার্ট পরা ছেলেদের প্রতি নারীদের এক ধরণের ইউলিশন কাজ করে। ঐ পুরুষের কাধ চওড়া ও কোমর স্লিম বলে নারীদের কাছে দৃশ্যমান হয়। সমীক্ষায় অংশ নেন ১৮-২৫ বছর বয়সী নারীরা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow