কি আছে কন্ট্রাক্ট ওয়েব সিরিজে? সাহিত্যের পুরোটাই কী নির্মাণে আনা হয়েছে?
চলমান বিশ্বের ওয়েব সিরিজগুলোর সাথে তুলনা করলে হয়তো বাংলাদেশ অনেকটাই পিছিয়ে থাকবে। কিংবা আমাদের বাংলাদেশে এমন কিছু দর্শকও রয়েছে যারা ওয়েব সিরিজ বলতে এখনও বুঝে থাকেন হিন্দি ভাষার কিংবা ভিনদেশী ওয়েব সিরিজকে। তবে এতো পিছিয়ে থাকার পরেও বাংলাদেশে তৈরি ছয় পর্বের ওয়েব সিরিজ কন্ট্রাক্ট মুক্তি পাওয়ার পর থেকেই ছিল আলোচনায়।
কেন এই আলোচনা? তা হয়তো যারা ওয়েব সিরিজটি মন দিয়ে দেখেছেন তারা চোখ বন্ধ করেই বলে দিতে পারবেন। থ্রিলার সাহিত্যিক নাজিম উদ্দিনের পলিটিক্যাল থ্রিলার ধাঁচের উপন্যাস কন্ট্রাক্ট। এই উপন্যাসের উপরই নির্মিত হয়েছে ওয়েব সিরিজ কন্ট্রাক্ট। পরিচালনা করেছেন যৌথভাবে তামিম নূর ও কৃষনেন্দু চট্টোপাধ্যায়। তবে বইয়ের গল্প পর্দায় রুপ দিতে গেলে বেশ কিছু চ্যালেঞ্জের সম্মুখীন আপনাকে হতেই হবে। প্রথম যেই চ্যালেঞ্জ সেটা হচ্ছে বইয়ের পাঠক বইয়ের পাতায় কন্ট্রাক্ট পড়ে যে সাহিত্য রস আস্বাদন করেছে সেটা আদৌ পর্দায় পাওয়া যাবে কিনা। যাই হোক, গল্পের শুরু গ্যাংস্টার রঞ্জুর সাথে রাজনৈতিক নেতা অমূল্যের প্রতিশোধ পরায়ন আচরণের ফোনালাপ থেকে। ঠিক এরপরই আগমন ঘটে আরেক রাজনৈতিক নেতা তারেক (দ্যা বাস্টার্ড) এর আগমন ঘটে। সে রঞ্জুকে খুঁজে বের করার মিশনে নামে। তবে শেষ পর্যন্ত সে খুঁজে পাবে কিনা? কিংবা পেলেও কি ভাঙতে পারে রঞ্জুর ব্যবসায়িক সাম্রাজ্য? এসব উত্তরই রয়েছে জি ফাইফ প্লাটফর্মে।
তবে সিরিজে প্রত্যেকের অভিনয় প্রশংসার দাবিদার। তাই অন্তত ওয়ান ক্লাস অভিনয় দেখার জন্য হলেও দেখে ফেলুন কন্ট্রাক্ট ওয়েব সিরিজ।
ওয়েব সিরিজ: কন্ট্রাক্ট
বিভাগ: রাজনৈতিক ক্রাইম থ্রিলার
পরিচালক: তামিম নূর ও কৃষ্ণেন্দু চ্যাটার্জী
অনলাইন প্ল্যাটফর্ম: জি 5
অভিনীত: আরিফিন শুভ, চঞ্চল চৌধুরী, মিথিলা, জাকিয়া বারী মম, তারিক আনাম খান প্রমুখ।
রেটিংঃ ৭.৪/১০