যানজটে বিরক্ত হয়ে কুমিরের নদীতে ঝাঁপ ব্যক্তির (ভিডিও)!
যানজট এক অতিষ্ঠ শব্দের নাম। যারা এই শব্দটির সাথে অনেক বেশিই পরিচিত তারাই জানেন এর বিড়ম্বনা কতোটা ভয়াবহ! তবে চাইলেই আমরা রাতারাতি এই সমস্যা থেকে বের হতে পারি না কিংবা গাড়ি রেখেই হাঁটা দিতে পারি না। তবে যানজটে বিরক্ত হয়ে ভরা কুমিরের নদীতে ঝাঁপ দেয়ার নজির হয়তো এর আগে দেখা যায় নি।
তবে এবার সেই ঘটনা ঘটেছে। যানজটে বিরক্তি ভাব যুক্তরাষ্ট্রের এক নাগরিককে এতোটাই কাবু করেছে যে সে ভরা কুমিরের নদীতে ঝাঁপ দিয়েছে। যুক্তরাষ্ট্রের ঐ নাগরিক লুইজিয়ানার বাসিন্দা জিমি ইভান। ২৬ বছর বয়সী যুবক দুই ঘন্টা ধরে রাস্তায় জ্যামে আঁটকে ছিলেন। ঠিক এই সময়ে তিনি দেখতে পান রাস্তার পাশেই নদী। চিন্তা ভাবনা করেন কিছুক্ষণের জন্য নদীতে সাতার কেটে আবার বাসে পুনরায় উঠে পড়বেন। কিন্তু ভদ্রলোকের এই কর্মে তখনই ছেঁদ পড়ে যখন সে জানতে পারে নদীতে কুমির রয়েছে। তবে সৌভাগ্যক্রমে কুমির আক্রমণ না করলেও ঝাঁপ দেয়ার সাথে সাথে তলিয়ে যেতে থাকেন তিনি। তবে কিছুক্ষণএর পর মধ্যেই তিনি পাড়ে উঠতে সক্ষম হন। তবে নিজের জীবনকে ঝুঁকিপূর্ণ করে তোলায় জিমি ইভানকে গ্রেফতার করেন পুলিশ।
ভিডিও লিঙ্কঃ https://youtu.be/oO-zt3gDpwA