ওয়েব ফিল্ম 'কুহেলিকা' রিভিউ

"মুক্তি সবাই পেতে চায়, কিন্তু মুক্তি কিংবা সুখ সে কুহেলিকা।" বাংলা অভিধানে 'কুহেলিকা' শব্দটির আভিধানিক অর্থ কুয়াশা। পুরো ওয়েব ফিল্ম জুড়েই এই কুয়াশা প্রতীয়মান।

ওয়েব ফিল্ম 'কুহেলিকা' রিভিউ

"মুক্তি সবাই পেতে চায়, কিন্তু মুক্তি কিংবা সুখ সে কুহেলিকা।"

বাংলা অভিধানে 'কুহেলিকা' শব্দটির আভিধানিক অর্থ কুয়াশা। পুরো ওয়েব ফিল্ম জুড়েই এই কুয়াশা প্রতীয়মান। গল্পে প্রথম থেকে দুটো আলাদা সাবপ্লট দেখা যাচ্ছিল। যদিও একটা সময় তা মিলেমিশে একাকার হয়। আর মিলনটা গল্পে এতো চমৎকারভাবে উপস্থাপন করা হয়েছে যে নন্দিনী এবং অন্বেষা নামক দুই গুরুত্বপূর্ণ চরিত্র মনে হচ্ছিল একই সুত্রে গাঁথা। প্রেক্ষাপট আলাদা হলেও দুজনের মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব যেন একই। মুক্তি....কিন্তু এই মুক্তি পাওয়া কী এতোই সহজ?

গল্প এবং বলার ঢঙ সব ক্ষেত্রেই নির্মাতা সামিউর রহমান মেধার পরিচয় দিয়েছেন, ফিকশনে নতুন হলেও বিজ্ঞাপন নির্মাণে যে অনেক আগেই হাত পাকিয়েছেন সেই দক্ষতার পরিচয়ই ওয়েব ফিল্মটিতে ফুটে উঠছিল। ক্রাইম থ্রিলার গল্পে সাসপেন্স পর্যাপ্ত দরকার ছিল, সেই চ্যালেঞ্জও অনেকটাই জয় করেছেন নির্মাতা। দৃশ্যের সাথে সামঞ্জস্যপূর্ণ ব্যাকগ্রাউন্ড কিছু সাউন্ড আমার বেশ লেগেছে। 

অর্ষা ও সাফা কবির ওয়েব প্ল্যাটফর্ম জগতে দুজনেই খুব বেশি নিয়মিত না হলেও দর্শকপ্রিয় ও পরিচিত মুখ। তবে এই ওয়েব ফিল্মটি দিয়েই প্রথমবারের মত স্ক্রিন শেয়ার করলেন তারা৷ অর্ষা-সাফা ছাড়াও এতে আরও অভিনয় করছেন ইয়াশ রোহান, সাফায়েত মনসুর রানা, এলিনা শাম্মী প্রমুখ।  

'কুহেলিকা'র শেষটা এমন কেন হলো কিংবা আরও অন্যরকম কিছু করা যেত কিনা তা নিয়ে অনেক ভাবনাই মস্তিষ্কে সাজাতে পারেন দর্শকরা৷ তবে শেষটা দেখে আমার মনে হলো এর দ্বিতীয় কিস্তি আসলেও খুব অবাক হওয়ার মত কিছু থাকবে না।

সবমিলিয়ে রিকমেন্ডড একটি ওয়েব ফিল্ম 'কুহেলিকা'। প্রথম আধা ঘন্টা আপনাকে হয়তো কিছুটা বিরক্তির উদ্রেক করতেই পারে, তবে এরপর নিশ্চিতই শেষ না করে উঠতে চাইবেন না। বিঞ্জ প্ল্যাটফর্মে একদম ফ্রী দেখতে পারবেন 'কুহেলিকা'।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow