ঠোঁট বলে দিবে আপনি কেমন মানুষ! কিভাবে?

সুন্দর ও মসৃণ ঠোটঁ মানুষের ব্যক্তিত্বের সৌন্দর্যও বৃদ্ধি করে। তবে আশ্চর্য্য হলেও সত্য যে ঠােটঁ মানুষের ব্যক্তিত্ব সম্পর্কে অনেক গোপনীয় তথ্য প্রকাশ করে।

ঠোঁট বলে দিবে আপনি কেমন মানুষ! কিভাবে?

সুন্দর ও মসৃণ ঠোটঁ মানুষের ব্যক্তিত্বের সৌন্দর্যও বৃদ্ধি করে। তবে আশ্চর্য্য হলেও সত্য যে ঠােটঁ মানুষের ব্যক্তিত্ব সম্পর্কে অনেক গোপনীয় তথ্য প্রকাশ করে।

প্রতিটি মানুষের ঠোঁট আলাদা। একই সাথে আলাদা এদের রঙ ও আকার। এর ভিত্তিতেও ব্যক্তির ব্যক্তিত্ব সম্পর্কে অবগত হওয়া যায়। সমুদ্র শাস্ত্রের দেয়া তথ্যমতে, মানুষের অঙ্গ-প্রতঙ্গ যেমন, পা, চোখ, হাত, ঠোটঁ এর বিষয়ে ব্যাখা করা হয়েছে।

লাল ও গোলাপি ঠোঁট: যাদের ঠোটেঁর রঙ লাল. তারা সামান্য বিষয়ে রেগে যায়। তবে এর সৃজনশীল এবং লেখক। কখনো কখনো তার নিয়মের বিরুদ্ধে কাজ করে। অপরদিকে গোলাপি ঠোঁটের অধিকারী ব্যক্তিগণকে ভাগ্যবান হিসেবে ধরা হয়। তারা তাদের জীবনে চলার পথে প্রতিটি পদক্ষেপে সম্মানপ্রাপ্ত হন।

পাতলা ঠোট: যাদের ঠোঁট পাতলা তারা উচ্চাভিলাষী হন এবং নিজ ক্যারিয়ার নিয়ে সদা সতর্ক থাকেন। কঠোর পরিশ্রমের মাধ্যমেই সাফল্য এদের কাছে ধরা দেয়। সফল হওয়ার যেন এরা এতোটাই দৃঢ় প্রতিজ্ঞ যেকোনো কাজ করতে পারে।

কালো ঠোটঁ: কালো ঠোঁটের অধিকারীরা কোন কারণ ছাড়াই বিরক্ত হন এবং অন্যদের সাথে তর্ক করতে ভালোবাসেন। তবে এরা সহজে অন্যদের সাথে মিশতে পারে না।

বড় ঠোটঁ: যাদের ঠোট বড় ও মোটা তারা অন্যদের থেকে সম্মান পেতে চান এবং এরা প্রতিনিয়ত আর্থিক সংকটের মুখোমুখী হন। একসঙ্গে অনেক কাজ করতে পছন্দ করেন তবে স্বভাবগতভাবে একগুঁয়ে।

মসৃণ ঠোটঁ: যাদের ঠোঁট মসৃণ ও বাকাঁ তারা জীবনের সব সুখ উপভোগ করেন। এরা ভাগ্যবান হলেও তাদের যা আছে তার থেকে বেশি শো-অফ করতে ভালোবাসেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow