বলিউডের নামে পরিচিতি পেলেও ভারতীয় এই হার্টথ্রুব নায়িকার জন্ম কিন্তু ভারতে নয়, ১৯৮৬ সালে ডেনমার্কের কোপেনহেগেনে জন্ম নেন দীপিকা। তবে মাত্র এক বছর বয়সেই তিনি ভারতের ব্যাঙ্গালুরে চলে আসেন। দীপিকার বাবা একজন বিশ্বখ্যাত ব্যাডমিন্টন খেলুড়ে হওয়ায় দীপিকার ক্যারিয়ারও খুব স্বভাবতই সেদিকে ঝুঁকে। কিন্তু বয়স যখন ১৬ তখন দীপিকার ইচ্ছে হয় নিজের মত করে কিছু করবার।
ব্যাস, সেই তো শুরু, লিরিল ব্রান্ডের একটি বিজ্ঞাপনের মধ্য দিয়ে শুরু হয় দীপিকার অভিনয় ও ক্যারিয়ারের প্রথম অধ্যায়। তিনি ব্যাঙ্গালুরে মাউন্ট কর্মেল কলেজ থেকে স্নাতক সম্পন্ন করেন। ২০০৭ সালে ওম শান্তি ওম সিনেমার মধ্য দিয়ে শুরু হয় দীপিকার বলিউডে পা রাখার গল্প। এরপর একের পর এক ব্লকবাস্টার ছবিতে অভিনয়ের মধ্য দিয়ে নিজেকে চিনিয়েছেন। ২০১৭ সালে হলিউডের সিনেমা ট্রিপল এক্সঃ রিটার্ন অফ জ্যান্ডার কেস সিনেমায় অভিনয়ের মধ্য দিয়ে আন্তর্জাতিক অঙ্গনে নাম লেখান। এই পর্যন্ত দীপিকা পাডুকন নিজের ঝুলিতে ভরেছেন জাতীয় ও আন্তর্জাতিক শতের উপর পুরস্কার। ২০১৮ সালে টাইম ম্যাগাজিন নির্বাচিত ১০০ জন প্রভাবশালী ব্যক্তির তালিকায় দীপিকার জায়গা হয়। ২০১৮ সালে বেশ আড়ম্বরের মধ্য দিয়ে বলিউড অভিনেতা রণবীর সিংয়ের সঙ্গে গাটছড়া বাঁধেন দীপিকা। যদিও এর আগে রণবীর কাপুর, ক্রিকেটার যুবরাজ সিং এবং সিদ্ধার্থ মালোয় সাথে নানান সময়ে তার প্রেমের গুঞ্জন শোনা গেছে।
দীপিকার জীবনে দীর্ঘ সময় হতাশার সঙ্গে লড়াই করেছেন। হতাশা দূর করতে তিনি তৈরি করেছেন লাইভ লাভ লাফ ফাউন্ডেশন। এই ফাউন্ডেশন হতাশাগ্রস্থদের পরামর্শ ও সেবা দিয়ে থাকে।
বিতর্ক
পদ্মাবতী সিনেমাকে কেন্দ্র করে দীপিকার মাথা কেউ কেটে এনে দিতে পারলে তাকে ১০ কোটি রুপী দেয়া ঘোষণা দেন এক বিজেপি নেতা। এ নিয়ে বিতর্কে জড়িয়েছিলেন অভিনেত্রী। এর আগে 'রাম লিলা' ছবিতে অভিনয় করে কিছু হিন্দু দর্শকের চক্ষুশূল হয়েছিলেন দীপিকা। তারা ছবির নাম নিয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন।