বিয়েতে আপত্তি প্রেমিকের? যা করবেন...
সম্পর্ক অটুট রাখতে ছেলেদের তুলনায় মেয়েদেরকেই বেশি সতর্ক থাকতে দেখা গেছে। সম্পর্কের ভবিষ্যত নিয়েও অনেক বেশি উদ্বিগ্ন থাকেন মেয়েরা।
সম্পর্ক অটুট রাখতে ছেলেদের তুলনায় মেয়েদেরকেই বেশি সতর্ক থাকতে দেখা গেছে। সম্পর্কের ভবিষ্যত নিয়েও অনেক বেশি উদ্বিগ্ন থাকেন মেয়েরা। সম্পর্ক সুরক্ষিত ও নিরাপদ রাখতে মেয়েরা ই বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চান বেশি। যদিও এক্ষেত্রে ছেলেরা পজিটিভ হওয়ার থেকে অনেক বেশি বিরক্ত হতেই বেশি দেখা যায়। এমন সমস্যার সম্মুখীন হলে যা করবেনঃ
এক, সরাসরি কথা বলুনঃ ঘুরিয়ে পেচিয়ে না বলে মনের কথাগুলো সরাসরি প্রিয়জনকে বলুন। এবং তার মতামত জানতে চান। মেয়েরা অনেক সময় গুছিয়ে কথা না বলার কারণেও সমস্যায় পড়তে হয়। বিয়েতে আগ্রহের বিষয়টি আপনার সঙ্গীর মাথায় সরাসরি ঢুকিয়ে দিন৷ এতে সে কিছুটা হলেও ভাবতে পারবে।
দুই, কারণ জানার চেষ্টা করুনঃ সঙ্গী এই মুহুর্তে বিয়ে করতে না চাইলে তার আপত্তির কারণগুলো জানুন। সেটা পারিবারিক, অর্থনৈতিক কিংবা মানসিক সেটা সমাধানের চেষ্টা করুন। কোন কারণ ছাড়াই গড়িমসি করলে তা অবশ্যই ভালো লক্ষণ নয়। তার মানে সে আপনাদের সম্পর্ক নিয়ে সিরিয়াস নয়।
তিন, তার সিরিয়াসনেসঃ সম্পর্ক নিয়ে তার গুরুত্ব ও দায়বদ্ধতা জানার চেষ্টা করুন। সে কি আদৌ সম্পর্কটি নিয়ে সিরিয়াস? সিরিয়াস না হলে সম্পর্ক বিয়ে পর্যন্ত নিতে চাওয়ার আগে আরেকবার ভাবুন।
চার, বাড়িতে জানানোঃ আপনার সঙ্গীকে বলুন আপনি আপনাদের কথা বাড়িতে জানিয়েছেন এবং আপনার অবস্থান তাকে বুঝানোর চেষ্টা করুন৷ পারিবারিক ভাবে বিয়ের জন্য চাপ দিলে তার থেকে আপনার করণীয় জেনে নিন। যদি সে সত্যিই আপনাকে চায়, তবে বিয়ের জন্য আগ্রহ তৈরি হবে।
পাঁচ, ছেড়ে যাওয়ার ভয় দেখানঃ সঙ্গীকে ছেড়ে যাওয়ার ভয় দেখান। এতে সে আপনাকে সত্যিই ভালোবাসলে অবশ্যই আপনার ডাকে সাড়া দেবে, যদি তা না হয় তাহলে নানা বাহানা করবে। এমন সম্পর্কের বিষয় সতর্ক হোন এখনই তা কতোটা মঙ্গলজনক আপনার জন্য।
What's Your Reaction?