অন্তর্জাল সিনেমা: রিভিউ (নতুন কনসেপ্টে ছিমছাম গল্প)
অনেক প্রতীক্ষার পর গতকাল (২২ সেপ্টেম্বর) মুক্তি পেল প্রথম সাইবার ক্রাইম থ্রিলার গল্পে 'অন্তর্জাল' সিনেমাটি। দীপঙ্কর দীপনের সবচেয়ে বড় দক্ষতার জায়গা আমার মনে হয় তিনি সিনেমার ক্যানভাস লার্জার দ্যান লাইফ ভাবতে পারেন।
অনেক প্রতীক্ষার পর গতকাল (২২ সেপ্টেম্বর) মুক্তি পেল প্রথম সাইবার ক্রাইম থ্রিলার গল্পে 'অন্তর্জাল' সিনেমাটি। দীপঙ্কর দীপনের সবচেয়ে বড় দক্ষতার জায়গা আমার মনে হয় তিনি সিনেমার ক্যানভাস লার্জার দ্যান লাইফ ভাবতে পারেন। অন্তর্জাল সিনেমাটিতেও তার ব্যতিক্রম হয় নি! খুব ছোট কিছু দৃশ্যের জন্য থাইল্যান্ড-ভিয়েতনামে সিনেমার শ্যুট করেছেন। তবে সিনেমায় সবচেয়ে বিরক্তির জায়গা ছিল সংলাপ ও দৃশ্যগুলোতে অযাচিত বিজ্ঞাপন। যা সিনেমার সৌন্দর্যটিকে অনেকাংশে নষ্ট করে দিয়েছে।
সাইবার ক্রাইম থ্রিলার গল্প হলেও খুব বেশি বোরিং হওয়ার চান্স নেই, তবে সিনেমার টুইস্ট দৃশ্যের আগ পর্যন্ত অনেক কিছুই আপনার ইলজিক্যাল মনে হতে পারে। সিনেমার শেষ দিকে টুইস্ট দৃশ্য ছিল দারুণ উপভোগ্য এবং সেখানে ছিল অজানা সব প্রশ্নের উত্তর। এই সিনেমার আরেকটা পজিটিভ দিক হলো হিরোইজম কিংবা ব্যক্তি কোন শিল্পী গল্পে প্রাধান্য পায় নি। বরং গল্পের প্রয়োজনেই ভিলেনই হয়েছে প্রধান চরিত্র৷ তবে এর মাঝেও মাশরুর ইনানের কিছু সংলাপ ও বডি ল্যাঙ্গুয়েজ কমিক রিলিফ দিয়েছে। সিনেমাটি টেকনিক্যাল দিক থেকে একদম নিখুঁত।
নির্মাতা দীপঙ্কর দীপন প্রতিষ্ঠিত নির্মাতা। তবে তার সিনেমাগুলো (ঢাকা অ্যাটাক, অপারেশন সুন্দরবন, অন্তর্জাল) কোন স্পেসিফিক দিকে ফোকাস করতে গিয়ে ইমোশনাল পার্টগুলো অনেকটাই উপেক্ষিত থেকেছে। তাই পরবর্তী কাজে অবশ্যই চাইব গল্পের পাশাপাশি চরিত্রগুলোর ইমোশনাল বিল্ড আপে যেন নজর দেন তিনি।
What's Your Reaction?