যে কয়টি কারণে বিয়ে করা জরুরি

আপনি কঠিন বিয়ে বিদ্বেষী হলেও আজ আপনাদের এমন কিছু বিয়ের ইতিবাচক দিক শেয়ার করবো, যা আপনাকে একটু হলেও বিয়ের জন্য ইতিবাচক করে তুলবে-

যে কয়টি কারণে বিয়ে করা জরুরি

প্রাপ্তবয়স্ক হতেই বিয়ের জন্য আপনার পরিবার থেকে ইতিবাচক চাপ প্রয়োগ অত্যন্ত স্বাভাবিক ঘটনা। এমনকি আপনি কঠিন বিয়ে বিদ্বেষী হলেও আজ আপনাদের এমন কিছু বিয়ের ইতিবাচক দিক শেয়ার করবো, যা আপনাকে একটু হলেও বিয়ের জন্য ইতিবাচক করে তুলবে- 

এক, আজীবনের সঙ্গীঃ বৈবাহিক বন্ধনে জড়ালে আপনি আজীবনের জন্য একজন সঙ্গী পাবেন। একটা বয়সের পরে একাকী জীবন হয়ে ওঠে অসহনীয়। একজন সঙ্গী পাশে থাকলে তার সাথে বিভিন্ন সমস্যা, আবেগ, অনুভূতি, চিন্তাভাবনা ও মতামত শেয়ার করা যায়। 

দুই, প্রতিশ্রুতিবদ্ধ হওয়াঃ বিয়ের মাধ্যমে আপনি একজন প্রতিশ্রিতিবদ্ধ অংশীদার পাবেন। প্রেমের সম্পর্কে কোন প্রতিস্রুতিবদ্ধতা না থাকলেও বিয়ের ক্ষেত্রে সেটা রয়েছে। রয়েছে নিরাপত্তার নিশ্চয়তাও। 

তিন, স্বাস্থ্য উন্নয়নঃ বিভিন্ন গবেষণায়  দেখা গেছে, অবিবাহিতদের তুলনায় বিবাহিতদের স্বাস্থ্য ভালো থাকে। দীর্ঘজীবি হওয়ার পাশাপাশি স্ট্রোক ও হার্ট এট্যাকের ঝুঁকি কম থাকে। এছাড়া হতাশা ও লক্ষ্যহীনতা না থাকায় বিবাহিতদের মানসিক স্বাস্থ্যও ভালো থাকে। 

চার, যত্নশীলতাঃ নারী-পুরুষ প্রত্যেকেই চান একজন যত্নশীল সঙ্গী। বিয়ের মাধ্যমে আপনিও সেই অভাবটা সহজেই পূরণ করতে পারবেন। 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow