ওয়েবসাইটের লোডিং স্পীড কমার কারণ এবং বাড়ানোর উপায়

ওয়েবসাইটের লোডিং স্পীড কমার কারণ এবং বাড়ানোর উপায়
ওয়েবসাইট তৈরি করার পর বিভিন্ন সমস্যার মধ্যে প্রধান সমস্যা হচ্ছে ওয়েবসাইটের লোডিং স্পিড কম হয়া এবং স্লো কাজ করা। বিভিন্ন কারনে এই সমস্যা গুলো হয়ে থাকতে পারে। ওয়েবসাইট এর লোডিং স্পিড কিভাবে বাড়ানো যায় এ ব্যপারে আজকে আমরা এই আর্টিকেলে আলোচনা করবো। একটা ওয়েবসাইটের লোডিং এর স্ট্যান্ডার্ড টাইম ধরা হয় সাধারণত তিন(০৩) সেকেন্ড। গুগল এর মতে তিন সেকেন্ড এর মধ্যে যদি কোনো ওয়েবসাইট পুরোপুরি লোড না হয় তবে সেই ওয়েবসাইট গড়ে ৩০% ভিজিটর হারায়। অর্থাৎ ওয়েবসাইটের লোডিং টাইম যদি তিন সেকেন্ড এর বেশি হয়ে থাকে তাহলে তিন জন ভিজিটরের মধ্যে ১জন ভিজিটর বিরক্ত হয়ে ওয়েবসাইট ভিজিট করা থেকে বিরত থাকে। এছাড়াও সার্চ ইন্জিন অপটিমাইজেশন (SEO) এর ক্ষেত্রে লোডিং স্পিড খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। সার্চ রেজাল্টে উপরের দিকে থাকতে হলে ওয়েবসাইটের লোডিং স্পিড বাড়ানোর কোনো বিকল্প নেই।পেইজ লোডিং স্পিড কিভাবে চেক করবেন:
Pingdom ওয়েবসাইট লোডিং স্পিড চেকিং এর জন্যে সব থেকে জনপ্রিয় সাইট হলো Pingdom, এর মাধ্যমে আপনি লোড স্পিড এর পাশাপাশি পারফরমেন্স গ্রেড, পেইজ সাইজ এবং এই ওয়বেসাইটগুলোর মাধ্যমে চেক করা এবং অন্য ওয়েবসাইট গুলোর থেকে আপনার ওয়েবসাইট কতটা ফাস্ট লোড করে তাও দেখাবে। এর বাইরে, পুরো ওয়েবসাইট এর একটি পারফরমেন্স ইনসাইট ও আপনাকে দেখানো হবে। এই সব সুবিধা পাবেন পিংডমে একদম ফ্রি। Think With Google এছাড়াও আপনি ব্যবহার করতে পারেন thinkwithgoogle এই টুলসটি। এইটি মূলত গুগল এর নতুন একটি ফিচার যা গত বছর থেকে চালু করা হয়েছে। thinkwithgoogle এর testmysite এর ফিচারটির মাধ্যমে মোবাইল থেকে আপনার ওয়েবসাইট ভিজিট করতে লোডিং স্পিড কতো সেকেন্ড প্রয়োজন হয় সেই ব্যাপারে জানতে পারবেন।কি কারনে ওয়েবসাইটের লোডিং স্পিড স্লো হয় এবং তার সমাধান:

প্রযোজনের অতিরিক্ত প্লাগিন্স ব্যবহার করা:
বেশি পরিমান প্লাগিন্স ব্যবহার করা ওয়েবসাইটের লোডিং স্পিড কম হওয়ার অন্যতম একটি কারণ। আমরা অনেকসময় প্রয়োজন নেই এমন অনেক প্লাগিনস সাইটে ইন্সটল দিয়ে রাখি কিংবা কাজ শেষ হয়ার পরেও সেগুলো ডিলেট করি না। এই প্লাগিন্স গুলো সাইটের লোডিং স্পিড কমিয়ে ফেলতে সাহায্য করে তাই ওয়েবসাইট স্মুথ এবং ফাস্ট রাখতে পরিমিত পরিমানে প্লাগিনস ব্যবহারের বিকল্প নেই। ৬. স্ক্রিপ্ট সমস্যাযুক্ত স্ক্রিপ্ট এর মধ্যে সমস্যাও ওয়েবসাইট এর লোডিং স্পিড স্লো হওয়ার অন্যতম একটি কারণ। অনেক সময় আমরা খরচ বাঁচানোর জন্য অনেকে পাইরেটেড থিম ডাউনলোড করে ব্যবহার করে থাকে। যেখানে ওই থিমের স্ক্রিপ্ট এর কোডিং এ বিভিন্ন ধরনের সমস্যা থাকতে পারে। যার ফলে সাইট স্লো কাজ করে। এছাড়া পাইরেটেড থিম ব্যবহার করলে ওয়েবসাইট হ্যাকিং এর কবলে পড়ার সম্ভবনা অনেক বেশি বেড়ে যায়। আজকে এখানেই শেষ করছি, এই আর্টিকেল এ আমরা ওয়েবসাইট লোডিং স্পিড স্লো হওয়ার কারণ এবং এর সমাধান সম্পর্কে গুরুত্বপূর্ন কিছু তথ্য জানাতে পারলাম। আশাকরি এই তথ্যগুলো ভবিষৎ এ আপনাদের অনেক কাজে লাগবে। এছাড়াও ভবিষ্যতে আপনারা কোন ধরণের বিষয় সম্পর্কে জানতে চান কমেন্ট অপশনে আপনার মতামত জানানোর অনুরোধ রইলো। আমি চেষ্টা করবো আপনাদের মতমত অনুযায়ী পরবর্তী আর্টিকেলটি লেখার জন্য।What's Your Reaction?






