৪০ বছর প্রেমের পর ধুমধাম করে বিয়ে, পাত্র দেখে তাজ্জব সবাই!
এক কিংবা দুই বছর নয়, টানা চল্লিশ বছর ধরে প্রেম করেছেন এই নারী। দীর্ঘদিন পরে হলেও এবার সেই প্রেমকে পূর্ণতা দিলেন বিয়ের ধুমধামেই। মহা খুশির এই বিয়েতে কোন রকম কার্পণ্যও দেখা যায় নি। অতিথিরাও উপস্থিত হয়েছেন সাদরে। তবে সবাই তাজ্জব বনে যান তখনই যখন তারা পাত্রের নাগাল পান।
কেননা পাত্র যে কোন রক্ত মাংসের মানুষ নন, বিয়ের পাত্র হিসেবে উপস্থিত হয়েছে একটা গোলাপি রঙ। কথায় আছেন জীবন নাটকের থেকেও অনেক বেশি অদ্ভুত। যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে ঘটেছে এই অদ্ভুত ঘটনা। প্রিয় রঙ গোলাপিকে বিয়ে করা ঐ নারীর নাম কিটেনকায়সারা। বেশ জমকালো আয়োজনের মধ্য দিয়েই সম্পন্ন হয়েছে ইতিহাস সৃষ্টিকারী এই বিয়ে। শুধু তাই নয়, বিয়ের গাউন থেকে শুরু করে সাজ সরঞ্জাম সবকিছুই গোলাপি রঙের। গত ১ জানুয়ারি গোলাপি পোশাক পরিহিত এক দল মানুষের সামনে গোলাপি রঙের কাডিলাকে বিয়ে সেরে ফেলেন কিটেনকায়সারা।
ইনস্টাগ্রামে সেই বিয়ের ছবির লিঙ্কঃ https://www.instagram.com/p/CYUSeVqPxVN/?utm_source=ig_embed&ig_rid=27ae1124-85b0-42a6-953c-5fa3db499ff5