বিলবোর্ডের শীর্ষে বিটিএসের জাংকুক, বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে গান..

বিলবোর্ডের শীর্ষে বিটিএসের জাংকুক, বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে গান..

এখনো ২৫ পেরোননি; এই বয়সেই বিশ্বজুড়ে পরিচিতি পেয়েছেন দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় ব্যান্ড বিটিএসের গায়ক জাংকুক। এবার নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে গেলেন ব্যান্ডটির সর্বকনিষ্ঠ সদস্য জাংকুক।কাতার বিশ্বকাপের অফিশিয়াল গান ‘ড্রিমারস’ গেয়ে তুমুল আলোচিত হয়েছেন তিনি; এবার তাঁর গানটি যুক্তরাষ্ট্রের বিলবোর্ড ডিজিটাল গানের সেলস চার্টে ১ নম্বরে উঠে এসেছে। এর আগে ফিফার অফিশিয়াল কোনো গান বিলবোর্ডের চূড়ায় আসেনি, এটিই প্রথম।এর বাইরে গ্লোবাল মিউজিক প্ল্যাটফর্ম ‘আইটিউনস’-এ গানটি প্রকাশের পর সেখানেও ঝড় তুলেছে ‘ড্রিমারস’। আইটিউনস চার্টের ১ নম্বরের আছে গানটি। ইউরোপীয় আইটিউনস চার্টে একটানা ছয় দিন ১ নম্বরে রয়েছে ‘ড্রিমারস’। এতে প্রকাশের ১৩ ঘণ্টার মধ্যে গানটি ১০২ দেশের চার্টে শীর্ষস্থানে পৌঁছে গেছে। এটি আরেকটি রেকর্ড।

কাতার বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে গানটি পরিবেশন করেন জাংকুক। পরের ফিফার অফিশিয়াল ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশ করা হয়। প্রকাশের সাত ঘণ্টার মধ্যে বিশ্বব্যাপী জনপ্রিয় ভিডিওর তালিকায় শীর্ষে উঠে যায় গানটি। এখন পর্যন্ত ইউটিউবে ভিউ তিন কোটি ছাড়িয়ে গেছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow