হোয়াটসঅ্যাপ চ্যাট সুরক্ষিত রাখবেন যেভাবে...
                                                
                                                    
                        
                                        
                            
                        
        
                        
                             হোয়াটসঅ্যাপে গোপনীয়তা বজায় রাখতে এন্ড টু এন্ড এনক্রিপশন এর ব্যবহার মেটা কর্তৃপক্ষের বেশ পুরনো ফিচার। এই ফিচার ব্যবহারকারীরা ব্যবহারের ফলে কোন তৃতীয় ব্যক্তি ব্যবহারকারীর হোয়াটসঅ্যাপ চ্যাট দেখতে পারবে না। তবে হোয়াটসঅ্যাপ বাড়তি সুরক্ষিত রাখতে আপনাদের সাথে শেয়ার করবো কয়েকটি টোটকা। 
১. ফোন হারিয়ে ফেলা খুব স্বাভাবিক একটা ঘটনা। তবে ফোন হারিয়ে যাওয়ার পর দুশ্চিন্তায় থাকতে হয় হোয়াটস অ্যাপে চ্যাট তৃতীয় ব্যক্তি জেনে ফেলার ভয়। এক্ষেত্রে অই ফোন থেকে হোয়াটস অ্যাপ লগ আউট করতে দ্রুত সিম কিনে অন্য ফোনে ইনস্টল করে ওটিপি কোডের মাধ্যমে সহজেই হারিয়ে যাওয়া ফোন থেকে হোয়াটস অ্যাপ লগ আউট করে ফেলুন।
২. বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় হাজারও অজানা লিংক আসতে দেখা যায়। এসব লিঙ্কে ক্লিক করা থেকে বিরত থাকুন। দরকার হলে ব্রাউজারে স্ক্যান ইউআরএল দিয়ে অজানা লিঙ্কের বিশ্বাসযোগ্যতা যাচাই করুন।
৩. কম্পিউটারে হোয়াটসঅ্যাপ ব্যবহার করলে শাট ডাউন করার আগে হোয়াটসঅ্যাপ লগ আউট করতে ভুলবেন না। এতে আপনার চ্যাট থাকবে সুরক্ষিত।