ইন্টারনেট ছাড়া যেভাবে চালাবেন ফেসবুক-মেসেঞ্জার
ইন্টারনেট ছাড়াই চালানো যাবে ফেইসবুক, এমন এক খবর সম্প্রতি আমাদের আশেপাশেই শোনা যাচ্ছে হরহামেশাই। তবে অনেকেই জানেন না ঠিক কিভাবে তারা ইন্টারনেট ছাড়া ব্যবহার করবেন ফেইসবুক-মেসেঞ্জার। আজকের কন্টেন্ট তাদের জন্যই।
এক্ষেত্রে বলে রাখতে হবে আপাতত শুধু গ্রামীণফোনের গ্রাহকরাই এই সুবিধার অন্তর্ভুক্ত হতে পারবেন৷ অন্য কোন সিম গ্রাহকরা এই সুবিধা পাবেন না। সম্প্রতি টেক্সট অনলি ফেইসবুক ও ডিসকভার চালু করেছে গ্রামীণফোন। এক সংবাদ বিজ্ঞপ্তিতে গ্রামীণফোন জানিয়েছে,গ্রামীণফোন গ্রাহকেরা তাদের ইন্টারনেট ব্যালেন্স শেষ হয়ে গেলেও পরবর্তী রিচার্জের আগ পর্যন্ত ফেইসবুক ও মেসেঞ্জারে টেক্সট অনলি সংস্করণে সংযুক্ত থাকতে পারবেন। এছাড়া এন্ড্রয়েড অ্যাপ 'ডিসকভার' গ্রামীণফোন গ্রাহকদের দিনে সর্বোচ্চ ১৫ মেগাবাইট পর্যন্ত কোন ডেটা চার্জ ছাড়াই ইন্টারনেট ব্রাউজ এর সুবিধা দিবে।