গত বছরের ডাইনি এ বছর হলেন পছন্দের নায়িকা!
                                                
                                                    
                        
                                        
                            
                        
        
                        
                            বিগত এক বছর ধরে যারা বলিউড পাড়া কিংবা এর খবরাখবর রাখেন তাদের কাছে রিয়া চক্রবর্তী বেশ পরিচিত একটি নাম। গত বছর রিয়া চক্রবর্তীর বয়ফ্রেন্ড সুশান্ত রাজপুতের মৃত্যুর পর তাকে দাড় করানো হয় কাঠগড়ায়।
যদিও কিছুদিনের মধ্যে নির্দোষ প্রমাণিত হওয়ায় পেয়ে যান জেল থেকে মুক্তি। তবে ততদিনে সোশ্যাল মিডিয়ার কল্যাণে নানা রকম ট্রল ও সমালোচনার মুখোমুখি হতে হয় তাকে। নানা রকম অপবাদও দেয়া হয় অভিনেত্রীকে। পেয়ে ছিলেন ডাইনি উপাধিও। তবে বছর ঘুরতেই বদলে গেলো পুরো চিত্র। যেই রিয়া গত বছর ছিলেন ডাইনি, আজ সেই তিনিই সোশ্যাল মিডিয়ার বিচারে মোস্ট ডিজারেবল ওম্যান। খুব শীঘ্রই মুক্তি পাবে রিয়া চক্রবর্তী অভিনীত ছবি চেহরে। এই ছবিতেই দুটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন অমিতাভ বচ্চন ও ইমরান হাসমি। রুমি জাফর পরিচালিত এই ছবি মুক্তি দেয়ার কথা ছিল গত বছরেই। কিন্তু রিয়ার মুক্তি অবধি অপেক্ষা করতে চেয়েছেন পরিচালক। তার মতে রিয়া অভিনেত্রী হিসেবে যেমন ভালো তেমন মানুষ হিসেবেও।