- মশা তো সবাইকেই কামড়ায়। তবে কিছু কিছু মানুষকে মশা যেন একটু বেশিই কামড়ায়। যাদের মধ্যে রয়েছে মদ্যপায়ীরাও। কিন্ত এর কারণ কি?
কার্বন ডাই অক্সাইডঃ কোন শরীরে কার্বন ডাই অক্সাইডের উপস্থিতি তা খুব সহজেই ধরতে পারে মশারা। শিকার খুব কাছাকাছি আছে এমন সুযোগ বুঝেই কামড়াতে শুরু করে মশারা। মদ্যপায়ীদের প্রতি মশা আকৃষ্ট হওয়ার মূলে রয়েছে ২০০২ সালের এক সমীক্ষায় দেখা গেছে যে রক্তে কালো রঙ লক্ষ্য করা যায় সেই রক্ত মশাদের বেশি পছন্দ।আবার প্রত্যেক মানুষের ত্বকে ও ঘামে ল্যাকটিক এসিড ও অ্যামোনিয়ার মত বিশেষ কিছু যৌগ থাকে যার কারণে বিশেষ এক গন্ধ হয় শরীরে, যা মশাদের অনেক বেশি পছন্দ।