'বরফ কলের গল্প' রিভিউ; অনবদ্য মিলন।
                                                
                                                    
                                                                             
                                                                                                     
                        
                                        
                            
                        
        
                        
                            দেশীয় ছয় পর্বের ধারাবাহিক ওয়েব সিরিজ 'বরফ কলের গল্প'। মিডিয়া সুত্রে একসময় গুঞ্জন শোনা যায় কুখ্যাত খুনি এরশাদ শিকদারের জীবনীর ছায়াপাত ঘটেছে এই গল্পে।তবে সত্য ঘটনা অবলম্বনে হলেও নির্দিষ্ট করে কারো নাম উল্লেখ করতে নারাজ বরফ কলের গল্প টিম।  থ্রিলার ঘরানার এই ওয়েব সিরিজে প্রধান তথা খুনি চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা আনিসুর রহমান মিলন। তার অভিনীত চরিত্রটির নাম নওশাদ।
মফস্বল শহরে বেড়ে ওঠা নওশাদ। কখনো তার রাজত্ব আবার কখনো সেই রাজত্ব কায়েমে নোংরামি ছাপিয়েছে চরিত্রটি। ধীরে ধীরে সে হয়ে ওঠে কুখ্যাত সন্ত্রাসী। তবে সত্যি বলতে পুরো ওয়েব সিরিজে একমাত্র উপভোগ্য দিক হয়তো এই নওশাদ চরিত্রটি। ওয়েব সিরিজটি দেখতে দেখতে আমার অন্তন্ত তেমনই মনে হয়েছে। আনিসুর রহমান মিলনের চোখ-মুখের অভিব্যক্তি ও নওশাদ চরিত্রটিতে নিজেকে উজার করে দেয়াটা সত্যি চোখে লাগার মতই।  শেষ দৃশ্যের আগ পর্যন্ত নওশাদ চরিত্রটিতে আমরা খুঁজে পাই নির্যাতন-নিপীড়ন, খুন, ধর্ষণের ভয়াবহতা, আবার একই চরিত্রটিতে শেষ দৃশ্যে আমরা দেখি অসহায় ও করুণ আর্তি। পুরো ওয়েব সিরিজে খুলনার আঞ্চলিক ভাষার ব্যবহার তার চরিত্রটিকে বেশ চমৎকৃত করেছে।
তবে ওয়েব হিসেবে বরফ কলের গল্প কতোটা সফল হয়েছে আমার কাছে সেই প্রশ্ন থেকেই গেল। কেননা, সিরিজের কোন পর্বে আমি ক্লিফ হ্যাংগার কিংবা টুইস্ট তেমন নেই বললেই চলে। বরং সব মিলে ১২০ মিনিট দৈর্ঘ্যের এই ওয়েব সিরিজটিকে ওয়েব ফিল্ম বললেই হয়তো বেশি মানানসই মনে হতো।  তাছাড়া ধারাবাহিকতার পরিবর্তে গল্পে কেমন যেন খাপছাড়া ভাব এবং শুট্যিংয়ে তারাহুড়োর জায়গাগুলো স্পষ্টভাবে ফুটে উঠেছে।
ব্যক্তিগত র্যাটিংঃ ৬.৫/১০
ওয়েব ফিল্ম: বরফ কলের গল্প।
ক্যাটাগরি: ক্রাইম থ্রিলার
পরিচালক : সহিদ উন নবী
ওটিটি প্লাটফর্ম: বিঞ্জে
অভিনয়শিল্পী : আনিসুর রহমান মিলন, কাজী  নওশাবা আহমেদ।
ডাউনলোড লিঙ্কঃ https://new.gdtot.com/file/352667103