গুলশানের আর্টিজান ঘটনায় নির্মিত 'ফারাজ' রিভিউ

২০২২ সালে রিলিজ হওয়া হিন্দি ভাষার অ্যাকশন-ড্রামা জনরার বলিউড সিনেমা 'ফারাজ'। সিনেমাটি নির্মাণ করেছেন বলিউডের জনপ্রিয় নির্মাতা 'হানসাল মেহতা'।

গুলশানের আর্টিজান ঘটনায় নির্মিত 'ফারাজ' রিভিউ

 ২০২২ সালে রিলিজ হওয়া হিন্দি ভাষার অ্যাকশন-ড্রামা জনরার বলিউড সিনেমা 'ফারাজ'। সিনেমাটি নির্মাণ করেছেন বলিউডের জনপ্রিয় নির্মাতা 'হানসাল মেহতা'। 

সিনেমার গল্প মূলত ২০১৬ সালে ঢাকার গুলশানে হলি আর্টিজান বেকারিতে হওয়া জঙ্গি হামলার গল্পকে কেন্দ্র করে। সিনেমায় মূলত সেই জঙ্গি হামলায় নিহত হওয়া ফারাজ আইয়াজ হোসেনের উপর মূল ফোকাস করা হয়েছে। 


ফারাজ আইয়াজ হোসেনকে মূলত জঙ্গিরা বাংলাদেশী মুসলিম হওয়ার কারণে ছেড়ে দিতে চেয়েছিলো কিন্তু সে তার বিদেশি বন্ধুদের জঙ্গীদের কাছে রেখে চলে যায় নি এবং যেকারণে জঙ্গীরা ফারাজের বিদেশি বন্ধুদের সাথে তাকেও হত্যা করে। ফারাজ সত্যিকার অর্থেই একজন সাহসী বালক ছিলো। 

সিনেমায় যে এপ্রোচে হানসাল মেহতা গল্পটা বলছে সেটা ভালো তবে চিত্রনাট্যে কিছু কিছু যায়গা সত্যি কিছুটা দূর্বল ছিলো। এমনকি সিনেমা দেখে কোনোভাবেই ঢাকা ফিল হচ্ছিলো না। ঢাকা সম্পর্কে আরও ভালোভাবে রিসার্চ করে তারপর প্রোডাকশন ডিজাইন করা উচিত ছিলো। সিনেমায় অভিনয় সবার ভালো ছিলো ; বিশেষ করে জাহান কাপুর এবং অদিত্য রাওয়াল ভালো করেছে। 

সিনেমায় কিছু দৃশ্য বাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা নিয়ে কিছুটা মজা করা হয়েছে। সেটা নিয়ে কিছু নাই বললাম।

ফারাজের জন্য হলেও সিনেমাটা একবার দেখে নিতে পারেন। আমাদের একজন ফারাজের মতো সাহসী যুবক ছিলো যে নিজের জীবন বাঁচানোর সুযোগ পেয়েও বন্ধুদের জন্য লক্ষ্য থেকে পিছপা হয়নি। এটা গর্ব করার মতো বিষয়। 

IMDb : 3.2/10
The Times of India : 3.5

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow