ওমিক্রন রোধে কোন মাস্ক বেশি কার্যকর?
করোনা ভাইরাসের নতুন ধরন ওমিক্রন নিয়ে আমাদের যেন দুশ্চিন্তার শেষ নেই। গোটা বিশ্বেই লাগামহীন ভাবে ছড়িয়ে পড়ছে এর সংক্রমণ। তাই আমাদের অনেকের মনেই প্রশ্ন জাগছে কোন মাস্ক ওমিক্রন সংক্রমণ রুখে দিতে সক্ষম?
চিকিৎসকদের মতে, বাড়তি দুশ্চিন্তার কোন প্রয়োজন নেই। বরং সচেতন হতে হবে আগের চেয়েও বেশি। গত বছর করোনা সংক্রমণ শুরুর দিকে বলা হয়েছিল N95 মাস্ক সবচেয়ে বেশি কার্যকর এই ভাইরাসের বিরুদ্ধে। তবে যোগানের সংকট থাকায় অনেকেরই নাগালের বাইরে চলে যায় এই মাস্ক। ওমিক্রনের সংক্রমণ ঠেকাতেও একই পরামর্শ দিলেন চিকিৎসকরা। অর্থাৎ এই এন৯৫ মাস্কই অন্যান্য মাস্কের তুলনায় সবচেয়ে বেশি কার্যকর ওমিক্রন সংক্রমণ রুখতে। তবে এক্ষেত্রে খেয়াল রাখতে হবে মাস্কের মাপে। মুখ এবং নাক সঠিকভাবে ঢাকা থাকতে হবে।