দাঁড়ি রেখে বিশ্বরেকর্ড

দাঁড়ি রেখে বিশ্বরেকর্ড

সারা বিশ্বের নানা প্রান্তে নানান ধরণ এর মানুষ আছেন। যাদের একেকজনের শখ একেক রকমের। যা অন্যদের কিছুটা অবাকও করে বটে। ভারতীয় শিখ সারওয়ানের শখ ছিল তার দাড়ি লম্বা রাখা। তবে একাজ করতে গিয়ে বিশ্বরেকর্ড করবেন তা ভাবতে পারেননি কখনো। আবার নিজের সেই রেকর্ড নিজেই ভেঙেছেন সারওয়ান।

বর্তমান কানাডার বাসিন্দা ভারতীয় শিখ সারওয়ান। তার দাড়ি লম্বায় ২.৫৪ মিটার অর্থাৎ হিসাবে প্রায় সাড়ে আট ফুট। ২০০৮ সালে প্রথম বিশ্বের সর্বাধিক লম্বা দাঁড়ি রাখার নজির গড়ে তোলেন সারওয়ান। সেই সময় তার দাড়ির দৈর্ঘ্য ছিল প্রায় আট ফুট। সারওয়ান এর আগে এই নজির ছিল সুইডেন এর এক বাসিন্দা বার্গার পেলস এর।

২০১০ সালে ইতালি এর রোমে লো শো দেই রেকর্ডের সেটে তার দাঁড়ি মাপ দেওয়া হয়। তখন সেটির দৈর্ঘ্য গিয়ে দাঁড়ায় ২.৪৯৫ মিটার (৮ ফুট ২.৫ ইঞ্চি)। দেখা যায় সারওয়ান এর দাড়ি লম্বায় আরও বেড়ে আট ফুট এর বেশি হয়েছিল। সেই সময় তার দাড়িতে পাক ধরতে শুরু করলেও তা এখন পুরোটাই সাদা।

সারওয়ান ১৭ বছর বয়স থেকেই দাঁড়ি রাখতে শুরু করেন। তারপর থেকে কখনো দাঁড়ি কাটা হয়নি তার। দাড়ির যত্নে বেশ কিছু ঝামেলাও পোহাতে হয় সারওয়ানকে। দাঁড়ির যত্নে প্রচুর সময় ব্যয় করেন তিনি। প্রতিদিনই দাড়িতে শ্যাম্পু এবং কন্ডিশনার ব্যবহার করেন। ভেজা দাঁড়ি শুকিয়ে যাবার পর তেল এবং জেল দিয়ে চলে পরিচর্যা। সাধারণত তিনি সারাদিন দাঁড়ি বাঁধার জন্য একটি কাপড় ইউজ করেন। তবে বিশেষ অনুষ্ঠান বা ধর্মীয় অনুষ্ঠানে যোগদানের সময় ওই কাপড়টি খুলে রাখেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow