নতুন ফিচার নিয়ে গুগল মিট!
নতুন ফিচার নিয়ে এসেছে গুগলের ভিডিও শেয়ারিং অ্যাপ গুগল মিট। অর্থাৎ এখন থেকেই গুগল মিট এর ব্যাকগ্রাউন্ডে ব্যবহার করা যাবে ভিজুয়াল ইফেক্টস।
গুগল মিটের সেটিংস এ প্যানেলের মাধ্যমে নতুন অ্যাপল ভিজুয়াল ইফেক্টস থাকবে আগের তিনটি ডটের মাধ্যমে। এটি খোলা হলে দেখা যাবে দুটি ব্লার ইনটেনসিটি। এর ভিতরে বিভিন্ন ধরনের স্ট্যাটিক, কাস্টম ও এনিমেটেড ব্যাকগ্রাউন্ড পাওয়া যাবে। অর্থাৎ আপনি চাইলেই কথা বলার সময় ইচ্ছেমতো রঙ এ সাজাতে পারবেন ব্যাকগ্রাউন্ড। এর ফলে কলের মান ও বৈচিত্র্য দুটোই পাওয়া যাবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। আগামী সপ্তাহ থেকেই গুগল মিট এ এই নতুন সুবিধা পাওয়া যাবে।