স্ত্রীর গল্প নিয়ে দক্ষিণ ভারতীয় সিনেমা প্রযোজনায় ধোনি!

স্ত্রীর গল্প নিয়ে দক্ষিণ ভারতীয় সিনেমা প্রযোজনায় ধোনি!

দুই বছর হলো আন্তর্জাতিক ক্রিকেট ছেড়েছেন। তবে চেন্নাই সুপার কিংসের হয়ে চলতি বছরও ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) মাতিয়েছেন মহেন্দ্র সিং ধোনি। খেলা ছাড়ার আগে থেকেই নানা ধরনের ব্যবসায় বিনিয়োগ করেছেন ধোনি। এবার স্ত্রী সাক্ষী সিং ধোনির সঙ্গে মিলে সাবেক ভারতীয় অধিনায়কের অভিষেক হচ্ছে চলচ্চিত্র প্রযোজক হিসেবে।এমনিতে ঝাড়খন্ডে জন্ম হলেও তামিলনাড়ু, তথা চেন্নাইয়ের ঘরের মানুষ হয়ে গেছেন ধোনি। দীর্ঘদিন ধরে চেন্নাই সুপার কিংস দলটিকে নেতৃত্ব দেওয়ার যার অন্যতম কারণ। চলচ্চিত্র প্রযোজনার জন্য তাই তামিল ছবিকেই বেছে নিয়েছেন ধোনি। চলচ্চিত্র প্রযোজনার জন্য এই উইকেটরক্ষক–ব্যাটসম্যান শুরু করেছেন প্রযোজনা সংস্থা ‘ধোনি এন্টারটেইনমেন্ট’-এর যাত্রা, যে সংস্থার ব্যবস্থাপনা পরিচালক তাঁর স্ত্রী সাক্ষী। নিজের প্রযোজনা সংস্থা থেকে প্রথম তামিল ছবি প্রযোজনার ঘোষণা দিয়েছেন তিনি।ধোনি প্রযোজিত প্রথম ছবির মূল ভাবনা স্ত্রী সাক্ষীর। ছবির পরিচালক রমেশ থামিলমনি। নাম এখনো ঠিক হয়নি। ধোনি এন্টারটেইনমেন্টের এক বিবৃতিতে জানানো হয়েছে, শিগগির ছবির পাত্রপাত্রী সম্পর্কে জানানো হবে। পরিচালক রমেশ মূলত লেখক। এর মধ্যেই গ্রাফিক উপন্যাস ‘অর্থব্য—দ্য অরিজিন’ দিয়ে সাড়া ফেলে দিয়েছেন তিনি। ছবিটি নিয়ে রমেশ বলেন, ‘সাক্ষীর মূল গল্পটি আমি পড়েছি, এটা বিশেষ একটা গল্প। একেবারেই নতুন ধারার এ গল্পে মজার পারিবারিক সিনেমা হওয়ার সব উপাদান আছে।’ জানা গেছে, শিগগিরই ছবিটির শুটিং শুরু হবে।তামিল সিনেমার সঙ্গে যুক্ত সূত্রগুলো বলছে, কেবল একটি সিনেমাই নয়, বেশ কয়েকটি তামিল সিনেমা প্রযোজনার পরিকল্পনা করছেন ধোনি। পারিবারিক, ড্রামা, থ্রিলার, সায়েন্স ফিকশনসহ নানা স্বাদের ছবি দর্শকদের উপহার দিতে চান তাঁরা। এর মধ্যেই নাকি পরের ছবি জন্য তামিল তারকা বিজয়ের সঙ্গে কথা হয়ে গেছে।
সিনেমার আগে কৃষি, ব্যায়ামাগার, পোশাকসহ নানা ধরনের পণ্যে বিনিয়োগ করেছেন ধোনি।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow