কেমন দেখলাম এম আর নাইন (MR-9).
এক কথায় অ্যাকশনধর্মী সিনেমা হিসেবে অ্যাকশন দৃশ্যগুলোর ভিজ্যুয়াল ট্রিটমেন্ট বেশ ভালো লেগেছে। পর্দায় প্রথমবারের মত মাসুদ রানা উপস্থাপনের দায়িত্ব ছিল এবি এম সুমনের উপর।
 
                                                                                                    শো টাইম সকাল ১১.২০. তার উপর শুক্রবার। সুতরাং এই সময়ে খুব বেশি দর্শক থাকবে না। তেমনটাই ভেবেছিলাম। তবে আমার ধারণা সত্যিই ভুল প্রমাণ হলো। হাউজফুল না হলেও ৯০% শতাংশ ছিল। যা প্রমাণ করে এই সিনেমা নিয়ে দর্শক ক্রেজ বা প্রত্যাশা আগে থেকেই বেশ ভালো ছিল।
এক কথায় অ্যাকশনধর্মী সিনেমা হিসেবে অ্যাকশন দৃশ্যগুলোর ভিজ্যুয়াল ট্রিটমেন্ট বেশ ভালো লেগেছে। পর্দায় প্রথমবারের মত মাসুদ রানা উপস্থাপনের দায়িত্ব ছিল এবি এম সুমনের উপর। যেহেতু এটা বই পড়ুয়া বাঙালিদের আবেগের জায়গা, সেদিক থেকে তার চাপ ছিল পাহাড় সম। এর জন্য তার পরিশ্রমও কম ছিল না সেটা পর্দায় ফুটে উঠছিল। তবে নির্মাতা প্রোটাগনিস্ট হিসেবে সুমনকে কম স্পেস দিয়েছেন বলতে হবে।
দীর্ঘদিন পর পর্দায় আনিসুর রহমান মিলনকে দেখলাম। তার চরিত্রটিতে কিছুটা নতুনত্ব ছিল এবং শেষ দিকে যা চমক হিসেবেই সামনে এলো।
সিনেমাটোগ্রাফি ও লোকেশনগুলো দেখে এটা নিশ্চিত সিনেমাটি নির্মাণে বেশ বড় অঙ্কের একটা বাজেট ব্যবহার করা হয়েছে। তবে সিনেমাটি নির্মাণে আরেকটু যত্নের ছোয়া পেলে হয়তো ইমোশনাল বিল্ড আপগুলো দারুণ হতো। তবে অ্যাকশন সিনেমা কিংবা দৃশ্য যারা পছন্দ করেন তাদের এই সিনেমা থেকে নেয়ার অনেক কিছুই থাকবে।
What's Your Reaction?
 
                    
                
 
                    
                
 
                    
                
 
                    
                
 
                    
                
 
                    
                
 
                    
                
 
                     
	                                             
	                                             
	                                             
	                             
	                             
	                             
	                             
	                             
	 
	 
	 
	 
	