দ্রুত মোবাইল চার্জ হবার নিয়ম - ৮ মিনিটেই হবে ফুল চার্জ
                                                
                                                    
                        
                                        
                            
                        
        
                        
                            
দ্রুত মোবাইল চার্জ হবার নিয়ম - ৮ মিনিটেই হবে ফুল চার্জ
স্মার্টফোন এর চার্জ দেয়ার সময় কমিয়ে আনছে চীনা মোবাইল ফোন কোম্পানি শাওমি। ৪০০০ মিলি অ্যাম্পিয়ার ব্যাটারির একটি ফোনে সম্পূর্ণ চার্জ হতে সময় নিচ্ছে এখন মাত্র ৮ মিনিট। দীর্ঘ সময় বসে ফোনে চার্জ দেয়ার দিন শেষ। এই চার্জার এর নাম দেওয়া হয়েছে হাইপার চার্জার, যা হবে ২০০ ওয়াট এর। সম্প্রতি এই মোবাইল কোম্পানি ১২০ ওয়াট এর একটি ওয়ারলেস প্রযুক্তি সম্পন্ন চার্জার বাজারে এনেছে। যার মাধ্যমে ৪০০০ হাজার মিলি অ্যাম্পিয়ার একটি ব্যাটারি ফুল চার্জ হতে সময় নেয় মাত্র ১৫ মিনিট। এবার তারা আনতে যাচ্ছে ২০০ ওয়াট এর একটি চার্জার।
এই চার্জার এর মাধ্যমে একটি ফোন ৫০ শতাংশ চার্জ হতে সময় নিবে মাত্র ৩ মিনিট এবং সম্পূর্ণ চার্জ হতে নিবে মাত্র ৮ মিনিট। অন্যদিকে ১২৫ ওয়াট এর চার্জার এনেছে অপো। এই চার্জার এর মাধ্যমে ৪০০০ মিলিঅ্যাম্পিয়ার ক্ষমতাসম্পন্ন একটি স্মার্টফোনে চার্জ হতে সময় লাগছে মাত্র ২০ মিনিট। রিয়েলমিও একই ক্ষমতা সম্পন্ন চার্জার এনেছে। তার মাধ্যমে চার্জ হতে প্রায় একই সময় লাগছে।