কম্পিউটার ভাইরাস থেকে নিরাপদ থাকার উপায়
                                                
                                                    
                                                                             
                                                                                                     
                        
                                        
                            
                        
        
                        
                            বর্তমানে কম্পিউটার গুলো আগের পুরাতন কম্পিউটার গুলোর চেয়ে অনেক বেশি আধুনিক ও সেইফ। তবুও কম্পিউটার যত আধুনিক এবং সুরক্ষিত হচ্ছে, কম্পিউটার এর ভাইরাস গুলোও ততোটাই শক্তিশালী এবং আনডিটেক্টেবল হচ্ছে। কম্পিউটার গুলোকে তাই ভাইরাস থেকে মুক্ত রাখতে হলে কিছু পদক্ষেপ নেয়া অনেক জরুরী যাতে আপনাদের ডাটা সুরক্ষিত থাকে।চলুন সেগুলো জেনে নেই:
কম্পিউটার ভাইরাস থেকে নিরাপদ থাকার উপায়:
• পাইরেটেড বা ক্র্যাক সফটওয়্যার ইউজ করা থেকে বিরত থাকতে হবে। যদি ইউজ করাই লাগে, সেক্ষেত্রে একমাত্র ট্রাস্টেড ওয়েবসাইট থেকেক সেভ করে ইউজ করুন।
• কম্পিউটারের মধ্যে এক্সটার্নাল ডিভাইস (যেমন: পেনড্রাইভ) ইউজ করার আগে সেটার মধ্যে কোন ধরণ এর ভাইরাস আছে কিনা সেটা স্ক্যান করে নিন।
• আপনি যদি উইন্ডোজ ১০ বা এর উপর এর ভার্সন ইউজ করে থাকেন, সেক্ষেত্রে অবশ্যই সেটার মধ্যে ভিল্ট ইন উইন্ডোজ ডিফেন্ডার অ্যান্টিভাইরাসটি সবসময় আপডেট রাখবেন। আর যদি এর নিচের উইন্ডোজ হয় সেক্ষেত্রে ভালো কোম্পানির কোন এন্টিভাইরাস ইউজ করতে পারেন।
• কোন ওয়েবসাইট এ ভিজিট করার পর বিভিন্ন এডভেটাইজ দেখতে পেলেন, তাহলে সেখানে না জেনে সে গুলোতে ক্লিক দিবেন না।
• অনলাইনে বা সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন লোভনীয় অ্যাপস বা বিভিন্ন অফার এর এপস দেয়া থাকে, সেগুলো না জেনে সেভ করবেন না।
• সোশ্যাল মিডিয়াতে বা যেকোন ক্ষেত্রে কেউ যদি আপনাকে কোন ফাইল সেন্ড করে তবে সেটা স্ক্যান করা ছাড়া ওপেন করবেন না।
• ই-মেইল এর মাধ্যমে অনেক সময় লোভনীয় অফার দেয়া হয়ে থাকে, সেই অফার এর লিংকগুলো ভেরিফাই ছাড়া ওপেন করবেন না।
• আপনার যদি উইন্ডোজ ডিফেন্ডার পছন্দ না হয়, সেক্ষেত্রে ভালো কোন কোম্পানি এর এন্টিভাইরাস ইউজ করতে পারেন। তবে বেশি ভারী এন্টিভাইরাস ব্যবহার করতে যাবেন না। এতে উল্টো আপনার কম্পিউটার এর স্পীড কমে যাবে।
একমাত্র সচেতনতার মাধ্যমেই আপনি আপনার কম্পিউটারকে ভাইরাস এর আক্রমণ থেকে বাঁচাতে পারবেন।
সবাই ভাল থাকবেন, সুস্থ থাকবেন।