হোয়াটসঅ্যাপে কেউ ব্লক করছে কিনা জানবেন কিভাবে?
                                                
                                                    
                        
                                        
                            
                        
        
                        
                            সামাজিক যোগাযোগ মাধ্যম হোয়াটসঅ্যাপে সুরক্ষার জন্য রয়েছে  ব্লক করার অপশন।  হোয়াটসঅ্যাপে কেউ যেন হুট করে আজেবাজে বার্তা পাঠাতে না পারে সেজন্য আমরা অনেককেই প্রয়োজনে ব্লক করে থাকি। আবার একই ভাবে আপনাকেও কেউ ব্লক করতে পারে।
তবে আপনাকে কেউ ব্লক করেছে কিনা সেটা জানার রয়েছে কিছু উপায়। যেমন কোন নামের যদি লাস্ট সিন অপশন না দেখা যায় তাহলে হয়তো তিনি আপনাকে ব্লক করেছেন। তবে তার আগে আপনার নিশ্চিত হতে হবে আপনার সেটিংস থেকে লাস্ট সিন অপশন বন্ধ রয়েছে কিনা।
দ্বিতীয়ত, যাকে নিয়ে আপনার সন্দেহ হচ্ছে তাকে মেসেজ পাঠিয়ে দেখতে পারেন। যদি ডাবল টিক না হয়, তবে তিনি আপনাকে ব্লক করেছেন। তবে এক্ষেত্রে তিনি হোয়াটসঅ্যাপ সফটওয়্যার আনইনস্টাল করেও থাকতে পারেন। অনেক সময় কেউ আপনাকে ব্লক করলে তার প্রোফাইল পিক দেখা যাবে না কিংবা সাদা থাকবে। আবার আপনি তাকে কল দিয়ে দেখতে পারেন হোয়াটসঅ্যাপে, যদি কলটি সংযুক্ত করাতে না পারেন তাহলে তিনি আপনাকে ব্লক দিয়েছেন।