এন্ড্রয়েড এবং উইন্ডোজ ইকো সিস্টেম তৈরি করুন খুব সহজেই
এন্ড্রয়েড এপ এবং উইন্ডোজ সফটওয়্যার এর মাধ্যমে খুব সহজেই সকল কিছু আদানপ্রদান করুন
আপনি কি অ্যান্ড্রয়েড এবং উইন্ডোজ এর মধ্যে একটি সহজ ইকোসিস্টেম খুঁজছেন? তাহলে আজকের এই আর্টিকেলটি আপনার জন্য। এই ব্লগে এমন একটি অ্যাপ নিয়ে আলোচনা করবো যা আপনাকে অ্যান্ড্রয়েড ও উইন্ডোজ এর মধ্যে খুব সহজেই কানেকশন তৈরি করতে হেল্প করবে। চলুন আর দেরি না করে অ্যাপটি সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক।
KDE কানেক্ট কি
KDE কানেক্ট হচ্ছে একটি অ্যাপ, যা ইউজ করে আপনি আপনার অ্যান্ড্রয়েড ও উইন্ডোজ ডিভাইস এর মধ্যে ফাইল শেয়ারিংসহ আরও অনেক দরকারি কাজ সম্পন্ন করতে পারবেন।
- উভয় ডিভাইস এ ফাইল আদান প্রদান করতে পারবেন
- টেক্সট কপি পেস্ট করতে পারবেন।
- ফোনকে মাউস পেড হিসেবেও ইউজ করতে পারবেন।
ডাউনলোড লিংক : প্লে স্টোর ও সফটওয়্যার
কিভাবে অ্যান্ড্রয়েড ও উইন্ডোজ ইকো-সিস্টেম তৈরি করবেন
চলুন দেখে নেয়া যাক কীভাবে অ্যান্ড্রয়েড এবং উইন্ডোজ ইকো-সিস্টেম তৈরি করবেন:
- প্রথমে লিংক থেকে KDE কানেক্ট অ্যাপটি উইন্ডোজ ও অ্যান্ড্রয়েড উভয় ডিভাইসে ইন্সটল করুন
- উইন্ডোজ থেকে অ্যাপটি ওপেন করুন
- দুটি ডিভাইস এক ওয়াইফাই এ কানেক্ট করুন।
- উইন্ডোজ অ্যাপ থেকে Find Device এ ক্লিক করবেন
- সেখানে একই ওয়াইফাই এ কানেক্ট অ্যান্ড্রয়েড ডিভাইস গুলো দেখাবে
- ডিভাইসে ক্লিক করবেন এরপর পাশ থেকে Pair এ ক্লিক করবেন
- এবার ফোনের অ্যাপ এ যান, Pair new Device এ ক্লিক করুন।
- আপনার পিসিতে একটি পপআপ আসবে, সেটি এক্সেপ্ট করে দিন।
এভাবেই খুব সহজে আপনি এন্ড্রয়েড এর সাহায্যে উপরে উল্লিখিত কাজগুলো করতে পারবেন ইকো-সিস্টেম তৈরির মাধ্যমে।
What's Your Reaction?