সিক্রেট ফিচার চালু করলো ইমো

সিক্রেট ফিচার চালু করলো ইমো
ব্যবহারকারীর তথ্য সুরক্ষা প্রদানে নতুন সিক্রেট ফিচার নিয়ে এসেছে জনপ্রিয় ইনস্টান্ট ম্যাসেজিং অ্যাপ ইমো। নতুন এই ফিচারের সুবিধায় রয়েছে সেশন শেষ হওয়ার পরে মেসেজের সেলফ - ডেস্ট্রাকশন ও মেসেজের ডিসোমিনেশন কন্ট্রোল। অর্থাৎ কোন ব্যবহারকারীর সাথে ব্যক্তিগত চ্যাটের পর সেশন থেকে বের হলে সেখানকার সব কথোপকথন তৎক্ষণাৎ মুছে যাবে। ফলে ঐ সেশনের কোন তথ্য বা চ্যাটের কথোপকথন তৃতীয় কোন ব্যক্তি আর দেখতে পারবেন না। কিভাবে করবেন? ইমোতে কোন নির্দিষ্ট নাম্বার বা ব্যবহারকারীর চ্যাট ইন্টারফেসে অ্যাাটাচমেন্ট বারে খুঁজে পাওয়া যাবে নতুন এই সিক্রেট চ্যাট ফিচারটি। এই ফিচারে এন্ড টু এন্ড এনস্ক্রিপশনের মাধ্যমে চ্যাট সেশনের সুরক্ষা নিশ্চিত করা হবে। সিক্রেট চ্যাট ফিচারের আরও একটি গুরত্বপূর্ণ সুবিধা হলো কেউ ব্যক্তিগত তথ্য, কথোপকথন কপি, ফরওয়ার্ড, শেয়ার কিংবা ডাউনলোড করতে পারবে না।        

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow