বদলে যাচ্ছে ফেসবুক নিউজ ফিডের নাম, কেন?
নতুন নামের পথে ফেইসবুকের নিউজফিড। নিউজফিডের পরিবর্তে নাম হতে যাচ্ছে শুধুই ফিড। এই খবর এখন পুরনো হলেও অনেকের কাছেই হয়তো এখন পর্যন্ত অজানাই রয়ে গেছে এর কারণ। তবে ঘোষণাটি এসেছে ফেইসবুক অফিসিয়াল পেইজ থেকেই।
এর আগেও বেশ কয়েকবার এমন কিছু পরিবর্তন এনেছিল ফেইসবুক। যেমন প্রথমদিকে যা ছিল ওয়াল, সেটাই পরবর্তীতে হয়েছে টাইমলাইন। কিন্তু বারবার কেন এই পরিবর্তন? মার্ক জুকারবার্গের কোম্পানি থেকে জানানো হয়েছে ইউজাররা তাদের ফিডে যে বৈচিত্র্যময় কন্টেন্ট দেখেন তাকে আরও ভালোভাবে প্রতিফলিত করতেই এই পরিবর্তনের পথে হাটছেন কোম্পানির কর্তা ব্যক্তিরা।
এদিকে ভারতীয় সংবাদমাধ্যমগুলো দাবি করছে ভিন্ন উদ্দেশ্য রয়েছে ফেইসবুকের। ফেইসবুকের ফিড থেকে অনেকসময়ই ভুয়া খবর খুব দ্রুতই ছড়িয়ে পড়ার অভিযোগ রয়েছে। তাই নিউজফিড থেকে ফিড এই নাম পরিবর্তন করে ফেইসবুক বুঝাতে চাইছে এটা কোনভাবেই খবরের ফিড নয়। যা মার্ক জাকারবার্গ দীর্ঘদিন থেকেই জানাচ্ছে তারা ফেইসবুককে কোনভাবেই খবরের উৎস করতে চান না, এই পরিবর্তন যেন তারই আভাস।