অন্যের জন্য লাইনে দাঁড়িয়ে দিনে আয় ১৮ হাজার টাকা!
বাস, ট্রেন, সিনেমার টিকিট কিংবা বিদ্যুৎ বিল দিতে ব্যাংক এসবের যেখানেই যান না কেন আপনাকে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়েই কার্য সম্পন্ন করতে হবে।
যা যে কারো জন্যই বেশ বিরক্তিকর একটি বিষয়। কিন্তু শৃঙ্খলা বজায় রাখতে না চাইতেও লাইনে দাড়াতেই হয় আমাদের। তবে যখন কেউ এই লাইনে দাড়ানোকে পেশা হিসেবে গ্রহণ করে তখন তো কিছুটা অবাক হতেই হয়।
লন্ডনের এক ব্যক্তি সম্প্রতি লাইনে দাড়ানোকে পেশা হিসেবে গ্রহণ করেছেন। যিনি এর জন্য প্রতি দিনে চার্জ করেন ২০ পাউন্ড। বাংলাদেশী টাকায় যার মূল্য দাঁড়ায় ১৮ হাজার টাকারও বেশি। বেকিট নামের ওই ব্যক্তি জানান, এই কাজের জন্য অনেক বেশি ধৈর্য ও ঠান্ডা মাথার দরকার হয়। কেননা দাঁড়িয়ে থেকে আয় যতটা শুনতে সহজ মনে হয় আসলে ঠিক ততটাই কঠিন। শীতকালে বরফ পড়া ঠান্ডায় দাড়িয়ে থাকতে হয়েছে তাকে। প্রধানত ধনী ও বৃদ্ধরাই আমার কাষ্টমার।
এই পেশায় যারা লন্ডনে রয়েছেন তাদেরকে কিউয়ার বলা হয় বলে জানিয়েছেন বেকিট