প্রথম দৃশ্যেই গুজবাম্প এবং শেষটা অপ্রত্যাশিত -( ব্ল্যাক ওয়্যার রিভিউ)

প্রতিটি সিনেমায় কিছু গুজবাম্প মুহুর্ত থাকে যা আপনার সিনেমাটি দেখার আগ্রহ বহুগুণে বাড়িয়ে দেয়। কুল নিবেদিত 'ব্ল্যাক ওয়ার' সিনেমায় এই গুজবাম্প প্রথম দৃশ্যেই পাওয়া গেছে।

প্রথম দৃশ্যেই গুজবাম্প এবং শেষটা অপ্রত্যাশিত -( ব্ল্যাক ওয়্যার রিভিউ)

প্রথম দৃশ্যেই গুজবাম্প এবং শেষটা অপ্রত্যাশিত -( ব্ল্যাক ওয়্যার রিভিউ)

প্রতিটি সিনেমায় কিছু গুজবাম্প মুহুর্ত থাকে যা আপনার সিনেমাটি দেখার আগ্রহ বহুগুণে বাড়িয়ে দেয়। কুল নিবেদিত 'ব্ল্যাক ওয়ার' সিনেমায় এই গুজবাম্প প্রথম দৃশ্যেই পাওয়া গেছে। বিশেষ করে শতাব্দী ওয়াদুদের দরাজ কন্ঠে উদ্বোধনী সংলাপগুলো বেশ লাগছিল। 

ছবিটি যেহেতু 'মিশন এক্সট্রিম ০১' সিনেমার সিক্যুয়েল। তাই ভেবেছিলাম হয়তো আগের ছবির সমাপ্তি থেকেই এই ছবির ওপেনিং। কিন্তু নির্মাতাদ্বয় ছবির গল্পটি এমন ভাবে বলেছেন যে আগের ছবি কেউ না দেখে থাকলেও এটা ভালোভাবেই উপভোগ করতে পারবেন। সিনেমার গল্পে শুধু পুলিশের কৃতিত্ব দেখানো ছাড়াও আরও অনেক কিছুই বলেছেন পরিচালক। পুলিশ কর্মকর্তা এডিসি নাভিদের সাহসী মনোমুগ্ধকর অ্যাকশনের কারিশমা দেখেছি, আবার সন্ত্রাসী হিসেবে পরিচিতি পাওয়া তারেক-খালেদের ব্যক্তিজীবনের গল্পও পেয়েছি। এদিকে প্রযুক্তিকে কাজে লাগিয়ে সন্ত্রাসীরা কিভাবে তৎপর হয় তা সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন পরিচালক। 

সিনেমায় আরেফিন শুভ'র অভিনয় ও আত্মত্যাগের প্রশংসা অনেকেই করবেন এবং অবশ্যই তিনি এই প্রশংসা পাওয়ার যোগ্য। ভালো অভিনয় করেছেন ঐশি, সুমিতরা। তবে আমার মনে হয় প্রয়োজনের তুলনায় কম স্পেস পেয়েছেন সুমিত, স্পেস কম পেয়েছেন মনোজ প্রামাণিক। তবে মনোজ প্রামাণিকের সাথে আরেফিন শুভ (এডিসি নাভিদ)'র  পারষ্পরিক দ্বন্দ্বের দৃশ্যটি জম্পেশ লেগেছে আমার কাছে। কম স্পেসে বরাবরের মতো দারুণ অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু। এডিসি নাভিদের করা স্যালুটটি দেখে সিনেমাহলের দর্শকদের হাতেতালিই বলে দিচ্ছিল কতটা সুন্দর সাজিয়েছেন এই দৃশ্যটি। 

ছবির সাথে সম্পৃক্ত মা গানটি এতো সুন্দরভাবে সিঙ্ক হয়েছে গল্পের সাথে যে গানের সাথে পর্দার দৃশ্য দেখতে দেখতে গায়ের লোমগুলো দাড়িয়ে যাচ্ছিল। ছবির শেষটা কেমন সেটা সিনেমা দেখেই বুঝবেন এর বেশি বলতে গেলে হয়তো স্পয়লার হয়ে যাবে। তবে সিক্স প্যাক নিয়ে আরেফিন শুভর কঠোর পরিশ্রম বোধহয় এই সিনেমায় শতভাগ সফল হয়েছে এটুকু বলা যায়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow