ইনফ্লুয়েন্সার মার্কেটিং কী? এবং Influencer এর কাজ ও ধরণ
Influencer হচ্ছে এক ধরণ এর ব্যক্তি, যারা নির্দিষ্ট কোন একটি বিষয় এর উপর এক্সপার্ট এবং তারা বিভিন্ন অনলাইন এবং সোশ্যাল মিডিয়াতে কাজ করে।
ইনফ্লুয়েন্সার মার্কেটিং কী? এবং Influencer এর কাজ ও ধরণ
আমরা অনেকেই হয়তো Influencer শব্দটি সম্পর্কে জানি। অর্থাৎ, Influencer Marketing সম্পর্কে কম বেশি সকলেই কিছু না কিছু নলেজ রেখেছি। ইনফ্লুয়েন্সারদের অনির্দিষ্ট পরিমাণ এর ফলোয়ার থাকে এবং এরা হয়ে থাকে সোশ্যাল ব্যক্তিত্বধারী।
Influencer হচ্ছে এক ধরণ এর ব্যক্তি, যারা নির্দিষ্ট কোন একটি বিষয় এর উপর এক্সপার্ট এবং তারা বিভিন্ন অনলাইন এবং সোশ্যাল মিডিয়াতে কাজ করে। আর তারা নিজেদের স্কিলের মাধ্যমে কোনো প্রোডাক্ট, সফটওয়্যার, এমনকি কোন একটি বিষয় নিয়ে রিভিউ দিয়ে থাকে। তাদের প্রডাক্ট বা সফটওয়্যার এর রিভিউ এর উদ্দেশ্য নিয়ে মূলত মার্কেটিং করা। এক্ষেত্রে তার ফলোয়াররা তাদের পছন্দ অনুযায়ী কোন কিছু কেনার সময় Influencer দের এডভার্টাইজমেন্ট বা সাজেস্ট করা পণ্যটি কেনার চেষ্টা করে থাকে। যেখানে এই ইনফ্লুয়েন্সার কোনো একজন ব্যক্তির পছন্দগুলোকে অনেক বেশি প্রভাবিত করে।
আপনি যদি একটা Influencer হায়ার করে থাকেন, তাহলে প্রোডাক্ট বিক্রি এর ক্ষেত্রে বা আপনার কোম্পানির সফলতার জন্য বিশাল পরিবর্তন নিয়ে আসতে পারে। আর একজন Influencer বর্তমানের এই প্রতিযোগিতামূলক বাজারে আপনার কোম্পানিকে সফলতার শিখরে নিয়ে যেতে পারে।
আপনি কোন ধরণ এর পণ্য বিক্রি করবেন, তার সাথে মিলে রেখে আপনার কাস্টমার-দেরকে টার্গেট করে নিতে হবে। আপনার পণ্য এর সঙ্গে মিল রেখে সেই সমস্ত কনটেন্ট ক্রিয়েটরদের Influencer হিসেবে বেছে নিতে হবে। আর তাহলে আপনি সেই পণ্যটি বিক্রির ক্ষেত্রে বেশি সুবিধা অর্জন লাভ পারবেন।
কোনো ফলোয়ার সেই কোম্পানিকে ভালো ব্র্যান্ড হিসেবে মেনে নেয় তখনই, যখন কোন ইনফ্লুয়েন্সার ঐ কোম্পানির প্রোডাক্টকে রিভিউ করে থাকে। কোন একজন ইনফ্লুয়েন্সার দিয়ে নিজের পণ্যটি প্রমোট করে নেবার ক্ষেত্রে অবশ্যই আমাকে তার তৈরি কনটেন্টগুলোর প্রতি নজর রাখতে হবে। মনে করুন যে, কোন একজন কন্টেন্ট ক্রিয়েটর দেশের অর্থনীতি নিয়ে আলোচনা করে। এবার আমি যদি সেই ব্যক্তিকে দিয়ে নিজেদের ব্র্যান্ডের একটি মোবাইল ফোন বিক্রি করতে চাই, তাহলে সেটা ভুল সিদ্ধান্ত হয়ে যেতে পারে। কেননা, সেই ব্যক্তির অডিয়েন্স গুলো আমার এই প্রোডাক্ট এর প্রতি আকৃষ্ট নাও হয়ে থাকতে পারে।
আমি কিভাবে সেসব Influencer দের থেকে আসা গ্রাহকদের ট্র্যাক করবো?
এখানে এই প্রশ্নটাকেই সবচাইতে গুরুত্বপূর্ণ হতে পারে। কেননা আমরা আমাদের প্রোডাক্টের প্রচার এর জন্য হাজার হাজার টাকা ইনফ্লুয়েন্সার দের মাধ্যমে খরচ করব। কিন্তু, কিভাবে আমরা তাদের মধ্য থেকে আসা গ্রাহক গুলোকে ট্র্যাক করব?
এক্ষেত্রে আপনি ব্যবহার করতে পারেন কোন একটি ট্র্যাকিং লিংক। আর এই কাজে আপনাকে বিভিন্ন Short link তৈরি করার ওয়েবসাইটগুলো হেল্প করতে পারে। এ ধরনের সাইটগুলো আপনাকে ওয়েব ট্রাফিক গুলো ট্র্যাক করতে একই লিংকের জন্য ভিন্ন ভিন্ন প্যারামিটার ইউজ করবে এবং আপনি সহজেই বুঝে যাবেন কোন ইনফ্লুয়েন্সার থেকে কোন গ্রাহক এসেছে।
পরিশেষে, সবার জন্য শুভকামনা যারা মার্কেটিং নিয়ে বর্তমানে কাজ করছেন।
What's Your Reaction?