আড়াই বছরের শিশু চেয়ারম্যান প্রার্থী, ২০০ মোটরসাইকেল নিয়ে শোডাউন!
বয়স মাত্র আড়াই, এখনও স্পষ্টভাবে কথা বলতে শিখেনি, তবে সে ভবিষ্যতে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী। মূলত আগামী ২০৪৫ সালের নির্বাচনের জন্য প্রার্থী হবেন সে৷ এ জন্য নির্বাচনী প্রচারণা হিসেবে আগাম মোটর সাইকেল শোডাউনও করা হয়েছে৷
ছেলের ইচ্ছেপূরণ করতে বাবার এমন ব্যতিক্রমধর্মী নির্বাচনী প্ররোচনা এলাকায় বেশ চাঞ্চল্যের সৃষ্টি করেছে। আলোচনার পাশাপাশি সমালোচনাও এসেছে নানা রকম। আড়াই বছরের এই শিশুর নাম আজমাইল হোসেন সরদার৷ নওগাঁ জেলার মহাদেবপুর উপজেলার ৮ নং উত্তরগ্রাম ইউনিয়ন পরিষদের আনিসার রহমান এবং নুরমিলা জান্নাত দম্পতির ছোট ছেলে৷ প্রায় ২০০ মোটর সাইকেল ও সিএনজি নিয়ে চলা এই শো ডাউন শেষ হয়েছে ভূরিভোজন দিয়ে। এমন ব্যতিক্রমী নির্বাচনী প্রচারণা সম্পর্কে জানা গেছে, বর্তমান চেয়ারম্যানদের প্রতি বিরুপ মনোভাব, সেই সাথে নিজের সন্তানকে এলাকায় পরিচয় করানো।