৪ টি নতুন ফিচার নিয়ে টেলিগ্রাম!

৪ টি নতুন ফিচার নিয়ে টেলিগ্রাম!
মেসেজ শেয়ারিং অ্যাপ করোনাকালীন সময়ে মেসেজিং এর মাধ্যমে বেশ জনপ্রিয় হয়ে উঠছে। তবে এটির ভক্তদের জন্য সুখবর হচ্ছে নতুন আরও ৪ ফিচার যোগ হতে যাচ্ছে টেলিগ্রাম অ্যাপে। যার মধ্যে রয়েছে গ্রুপ ভিডিও কলিং এর সুবিধা। শুধু দুই কিংবা ৩ জন নয়, একই সাথে ১০০০ জন টেলিগ্রামের ভিডিও কলে অংশ নিতে পারবে। এর সাথে নতুন ফিচারের মধ্যে আরও রয়েছে হাই কোয়ালিটি ভিডিও মেসেজ রেকর্ডিং, স্ক্রিন শেয়ারিং এবং ভিডিও প্লেব্যাক স্পিড কনট্রোলের মতো ফিচার। টেলিগ্রামে ভিডিও কনফারেন্সের জন্য সাউন্ডের সাথে স্ক্রিন শেয়ারিংও রাখা হয়েছে। টেলিগ্রাম কর্তৃপক্ষ আরও জানিয়েছে ভিডিও কলিং এ ৩০ জন ব্যবহারকারী তাদের ক্যামেরা ও স্ক্রিন উভয় থেকে ভিডিও সম্প্রচার করতে পারবেন। যার উদ্দেশ্য ই লার্নিং ও অনলাইন কমিউনিকেশন সহজতর করা। এদিকে টেলিগ্রাম ব্যবহারকারীরা এবার থেকে চাইলে ভিডিও প্লে ব্যাকের স্পিডও পরিবর্তন করতে পারেন। অ্যাপের মিডিয়া প্লেয়ারে এখন ০.৫x , ১.৫x এবং ২x  প্লেব্যাক স্পিড সমর্থন করবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow