প্রথমবার সঙ্গীর সঙ্গে একান্তে সময় কাটাতে ঘুরতে যাচ্ছেন? যে বিষয়ে সতর্ক থাকবেন
                                                
                                                    
                        
                                        
                            
                        
        
                        
                            বাস্তবিক জীবনের হাজারও ব্যস্ততা ও কাজের চাপে অনেকেই প্রিয়জনকে চাইলেও পর্যাপ্ত সময় দিতে পারেন না। এর পরিণতিও অনেক সময় ডিভোর্স পর্যন্তও গড়ায়। পাহাড় হোক কিংবা সমুদ্র প্রিয়জনকে নিয়ে রোমান্টিক আবহে ঘুরতে বের হওয়ার সময়ে কিছু বিষয়ে খেয়াল রাখা অত্যন্ত জরুরি। 
১. ঘুরতে গিয়ে কোনভাবেই মুখ গোমড়া করে রাখবেন না। অফিসের কাজ কিংবা দৈনন্দিন কঠরতা মাথা থেকে একদম ঝেরে ফেলুন। প্রিয়জনকে সময় দিন। রোমান্টিক খুনসুটি বজায় রাখুন। 
২. পরস্পরের পছন্দগুলোকে মাথায় রাখতে হবে। নিজের পছন্দগুলোকে বেশি গুরুত্ব না দিয়ে সঙ্গিনীর পছন্দকে গুরুত্ব দিন। এতে আপনার ভালোবাসার মানুষটি মুগ্ধ হবে এবং আপনার পছন্দগুলোকেও গুরুত্ব দিতে শিখবে। 
৩. সঙ্গীকে নিয়ে ঘুরতে গিয়ে একা একা সেলফি তোলা থেকে বিরত থাকুন। সঙ্গীকে পাশে নিয়ে ছবি তুলুন।