শাওমি কাস্টম রম ইন্সটল [সম্পূর্ণ প্রসেস]
শাওমি কাস্টম কার্ড রম ইন্সটল সম্পূর্ণ পার্ট শাওমি কাস্টম রম ডাউনলোড ফ্রি গাইডলাইন %%primary_category%% %%title%%
শাওমি কাস্টম রম
বেশকিছুদিন আগে এডিবি ফাস্টবুট এর পোস্টে কয়েকজন কাস্টম রম ইন্সটলেশন একটি বেসিক টিউটোরিয়াল চেয়েছিলেন।যেহেতু,বর্তমানে বাংলাদেশে অধিকাংশ স্মার্টফোন ইউজারদের চয়েজই হচ্ছে শাওমি স্মার্টফোন,সেহেতু স্পেসিফিকভাবে শাওমি ফোনগুলোতে কাস্টম রম ইন্সটল করার প্রোসেসটি ডিস্ক্রাইভ করাই বেশি প্রয়োজন বলে মনে হয়েছে। আর বর্তমানে কাস্টম রম সাপোর্টের দিক থেকেও "শাওমি" ফোন সবথেকে বেটার। শাওমি এবং ওয়ানপ্লাসের অধিকাংশ ফোনেরগুলোতে আপনি অনেক জনপ্রিয় কাস্টম রম এর অফিসিয়াল বিল্ড পাবেন আপনি, যা অন্যান্য ব্র্যান্ডের বেশিরভাগ ফোনগুলোতে পাবেন না। আর যেহেতু বাংলাদেশে শাওমি ইউজার থেকে ওয়ানপ্লাস ইউজার অনেক কম, তাই শাওমি ফোনের দিকে মেইন ফোকাস করাটাই বেটার।
সম্পূর্ণ কাস্টম রম ইন্সটলেশন প্রোসেস কখনোই একটি পোস্টে কভার দেয়া পসিবল না। কমপক্ষে ৫-৬ টি পার্টে সম্পূর্ণ কাস্টম রম ইন্সটলেশন প্রোসেস সম্পন্ন করতে হবে। তাই আজকের আর্টিকেলটিতে একেবারে শুরু থেকে বর্ণনা করার ট্রাই করছি।মূলত আজকে আলোচনা করা হবে শাওমি ফোনে কাস্টম রম ইন্সটল করার আগে আপনাকে সর্বপ্রথম কি কি বিষয় সম্পর্কে জানতে হবে।
আর হ্যাঁ, আজকের পোস্ট থেকে শুরু করে কাস্টম রম রিলেটেড পরবর্তী আর্টিকেলগুলোতে দেখানো সকল টিউটোরিয়াল সম্পূর্ণ নিজ দায়িত্বে বাস্তবায়ন করবেন। আপনার ডিভাইসের কোনরকম ক্ষতির জন্য দুরন্ত কোনোভাবেই দায়ী থাকবে না। আমাদের সাজেশন থাকবে, আপনার মূল ফোনে কাস্টম রম ইন্সটল করার চেষ্টা না করাই বেটার হবে।
যাইহোক,আর কথা বাড়িয়ে তারাতাড়ি মেইন টপিকে আসি।যেমনটা বলছিলাম, আজকে আলোচনা করতে যাচ্ছি যে, কাস্টম রম ইন্সটল করার আগে আপনাকে পূর্বপ্রস্তুতি নেয়া হিসেবে কিছু বিষয় মনে রাখতে হবে এবং সেগুলো শতকরা ১০০ ভাগ নিশ্চিত করতে হবে।
সর্বপ্রথমে, আপনাকে জানতে হবে আপনার ফোনের মডেল নাম্বার কি। জাস্ট ফোনের নাম জানলেই হবে না, কারণ শাওমির একেকটি ফোনের আবার বিভিন্ন ভার্সন রয়েছে। যেমন- রেডমি নোট ৭ এর পাশাপাশি নোট ৭ প্রো নামের আলাদা ফোন আছে, আর দুটি মোবাইলের প্রোসেসর সম্পূর্ণ ভিন্ন। আবার শাওমি মি ১০ প্রো এবং মি ১০ লাইটও আলাদা আলাদা দুটি ডিভাইস। তাই আপনাকে ফোনের মডেলটি নিশ্চিত করতে হবে।যেহেতু আপনি কাস্টম রম ইন্সটল করবার চিন্তাভাবনা করেছেন, আই হোপ আপনার ডিভাইসের মডেল নাম্বারসহ বাকি তথ্য নিশ্চিত করা আপনার কাছে খুব একটা আহামরী কঠিন কিছু হবে না। ধরে নিলাম নিশ্চিতভাবে আপনি সকলকিছুই জানেন,সুতরাং পরের ধাপের দিকে যাওয়া যাক!
কাস্টম রিকভারি খুঁজে বের করা
কাস্টম রম ইন্সটল করার জন্য সর্বপ্রথমে আপনাকে খুঁজে বের করতে হবে আপনার ফোনের জন্য একটি কাস্টম রিকভারি, যে রিকভারিটি ব্যবহার করে আপনি আপনার ফোনের কাস্টম রম ফ্ল্যাশ করবেন। আপনার ফোনটি পাওয়ার অফ করে অন করার সময় পাওয়ার বাটন ও ভলিউম আপ বাটন দুটো একসাথে ক্লিক করে ধরে রাখলে যে রিকভারি মেনুটি আসবে,সেটিই হচ্ছে আপনার ফোনের রিকভারি মেনু। এই রিকভারি মেনুটি আপনাকে আপনার ফোনে আপনার নিজের ইচ্ছামত কিছু করতে দেবে না। ফোনে অফিসিয়াল আপডেট ফাইল ইন্সটল করা, ফোন ফ্যাক্টরি রিসেট করা এসব বেসিক অপশন ছাড়া এক্সট্রা কোনো অপশনই দেওয়া হবে না এই রিকভারি মেনুতে। তাই কাস্টম রম ইন্সটল করার জন্য আপনাকে একটি কাস্টম রিকভারি ইন্সটল করে নিতে হবে, যেটি আপনাকে এসব এক্সট্রা অপশন দেবে।
ইন্সটল করার পূর্বে জেনে রাখা দরকার যে আপনার ডিভাইসের জন্য কাস্টম রিকোভারি এভেইলেবল আছে নাকি! বর্তমানে অনেকেই প্রায় একটি কাস্টম রিকোভারি ব্যবহার করে , যার নাম TWRP রিকোভারি। আপনার ডিভাইসের জন্যে অফিসিয়াল TWRP কাস্টম রিকোভারি এভেইলেবল আছে নাকি সেটা জানার জন্য চলে যান https://twrp.me/devices এই লিংকে। সেখানের সার্চবারে আপনার ডিভাইসটির মডেল কি সেটা লেখেন।লেখার পরে যদি নিচের সার্চ রেজাল্টে আপনার ডিভাইসটির নাম এবং আপনার ডিভাইসের কোডনেইম দেখা যায়, তবে অভিনন্দন!! আপনার ডিভাইসের জন্য অফিসিয়াল TWRP কাস্টম রিকোভারি এভেইলেবল রয়েছে ইন্সটল করার জন্যে।
কোডনেম হচ্ছে ডিভাইসের মডেল নেমের পাশাপাশি আরো একটি ইউনিক কোডনেইম, যে নামটা ব্যবহার করে আপনি অ্যান্ড্রয়েড ডেভেলপমেন্টসহ কাস্টম রমের দুনিয়ায় আপনার ডিভাইসটিকে চিহ্নিত করতে পারবেন।যেমন ধরেন, Poco নামটি সার্চ করার পরে সার্চ রেজাল্টে Poco F1 এর নাম শো করছে এবং পাশে ব্রাকেটে Poco F1 এর কোডনেম Beryllium লেখা আছে। আপনার ডিভাইসটিরও এমন একটি ইউনিক কোডনেম পাবেন, যা আপনার পরে দরকার হতে পারে। তাই ডিভাইসের কোডনেইমটি অবশ্যই মনে রাখবেন। এখানে আপাতত আপনার ডিভাইসটি সার্চ রেজাল্টে দেখে নিশ্চিত হবেন যে আপনার ডিভাইসের জন্য কাস্টম রিকভারি আছে কিনা। তবে এই মুহূর্তে আপনাকে কাস্টম রিকোভারি নিয়ে ভাবতে হবে না।
কিন্তু হ্যাঁ, যদি আপনার ডিভাইসের জন্য কোন কাস্টম রিকভারি খুঁজে না পান,সেক্ষেত্রে আপনার সামনের দিকে না আগানোই ভালো হবে। কারণ, কাস্টম রিকভারি ছাড়া আপনি কখনোই কাস্টম রম ইন্সটল করতে পারবেন না। তবে হ্যাঁ, অনেক ফোনের জন্য আপনি অফিসিয়াল TWRP রিকভারি খুঁজে না পেলেও, আন-অফিসিয়াল TWRP রিকভারি খুঁজে পাবেন, যা বিভিন্ন ডেভেলপাররা নিজেদের মত করে পোর্ট করেছেন, তবে যেহেতু আপনি বিগিনার,সেহেতু আপনার জন্যে আনঅফিসিয়াল রিকভারি ট্রাই না করাই ভালো। আপনার উচিত হবে, আপনার ফোনের জন্য অফিসিয়াল TWRP রিকভারি এভেইলেবল হওয়া পর্যন্ত ওয়েট করা।
কাস্টম রম খুঁজে বের করা
আশা করি আপনি লাকী এবং আপনার ফোনের জন্য অফিসিয়াল কাস্টম রিকোভারি খুঁজে পেয়েছেন।তাই এবার আপনাকে খুঁজতে হবে যে আপনার ফোনের জন্য কিরকম কাস্টম রম এভেইলেবল রয়েছে।আপনি তোহ কাস্টম ইন্সটল করতে চাচ্ছেন, তাই অবশ্যই কাস্টম রমও আপনাকেই খুঁজে বের করে নিতে হবে। কাস্টম রম ইন্সটল করার এটাই সবথেকে ট্রিকস পর্ব। আপনাকে এবার দেখতে হবে যে কোনটি সবচাইতে জনপ্রিয় কাস্টম রম যেটা আপনার ডিভাইসের জন্য অফিসিয়াল বিল্ড তৈরি করে। এর জন্য আপনি একটা কাজ করতে পারেন তা হচ্ছে, 'এক্সডিএ ডেভেলপারস' ওয়েবসাইটে যেয়ে আপনার ফোনের নাম সার্চ করে আপনার ফোনের অফিসিয়াল ফোরামে গিয়ে দেখতে পারেন যে আপনার ফোনের জন্য কি কি কাস্টম রম আছে।
সেখানে আপনি বেশ কিছু অফিসিয়াল কাস্টম রম এবং বেশ কিছু আনঅফিসিয়াল কাস্টম রমের সাক্ষাত পাবেন। আমি সাজেস্ট করবো, আনঅফিসিয়াল কাস্টম রমগুলোকে জাস্ট ইগনোর করুন এবং শুধুমাত্র কি কি অফিসিয়াল কাস্টম রম আছে সেগুলোর দিকেই ফোকাস রাখুন। আপনি যেহেতু বিগিনার, যদি দেখেন যে আপনার ফোনের জন্য কোন অফিসিয়াল কাস্টম রম এভেইলেবল নাই,তবে কাস্টম রম ইন্সটল করার চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলে দিন এবং আপনার ফোনের জন্য অফিসিয়াল কাস্টম রম রিলিজ হওয়া পর্যন্ত ধৈর্য্য ধরুন।
এভাবে আপনি আপনার ফোনের জন্য অফিসিয়াল কাস্টম রম খুঁজে বের করতে পারেন। আবার চাইলে আপনি জনপ্রিয় কাস্টম রমগুলোর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তাদের সাপোর্ট করা ডিভাইসগুলোর লিস্টে গিয়ে চেক করতে পারেন যে সেখানে আপনার ডিভাইসের নাম আছে কি না। কয়েকটি জনপ্রিয় কাস্টম রমের নাম হচ্ছেঃ Pixel Experience, Pixel Extended, AOSP Extended, LineageOS, Evolution X, Havoc OS, Paranoid Android এবং Reloaded OS।
এই সবগুলো কাস্টম রমেরই নিজস্ব কিছু ফিচারস রয়েছে রয়েছে। উদারণস্বরূপ,যদি আপনি একেবারে গুগল পিক্সেল ফোনের ইউজার ইন্টারফেস এর ফিল পেতে চান এবং ফিচারস চান এবং একেবারেই ক্লিন ইন্টারফেস চান যেখানে খুব বেশি কাস্টোমাইজেশন নেই, সেক্ষেত্রে আপনি ব্যবহার করবেন Pixel Experience। আবার আপনি যদি স্টক AOSP এক্সপেরিয়েন্স চান, যেখানে অনেক কাস্টোমাইজেশনও আছে, সেক্ষেত্রে আপনি ব্যবহার করবেন AOSP Extended, LineageOS, Evolution X, Havoc OS এগুলোর মধ্যে যেকোনো একটি। আবার আপনি যদি চান যে স্টক অ্যান্ড্রয়েড এক্সপেরিয়েন্সের সাথে বেস্ট পারফরমেন্স এবং যতটা সম্ভব ল্যাগ-ফ্রি এক্সপেরিয়েন্স দরকার, কিন্তু খুব বেশি ফ্যান্সি ফিচারস এবং কাস্টোমাইজেশন দরকার নেই, সেক্ষেত্রে আপনি ব্যবহার করবেন যেকোনো একটি CAF রম, যেমনঃ Paranoid Android এবং Reloaded OS।
তাই বুঝতেই পারছেন, এখানে আপনার কমন সেন্স এবং আপনার প্রয়োজনীয়তার ওপরে ভিত্তি করে আপনাকে কাস্টম রম চয়েজ করে নিতে হবে। তবে হ্যাঁ, আপনি এখানে একেবারে ফ্রিলি আপনার ফোনের জন্য কাস্টম রম পছন্দ করার সুযোগ পাবেন না, যেহেতু সব কাস্টম রমের অফিসিয়াল বিল্ড আপনার ফোনের জন্য এভেইলেবল নাও থাকতে পারে,কেবল যদিনা আপনি Poco F1 ইউজার হয়ে থাকেন। আপনাকে কয়েকটি জনপ্রিয় কাস্টম রমের ওয়েবসাইটে গিয়ে চেক করতে হবে যে আপনার ফোনটি তাদের সাপোর্টেড ডিভাইসের লিস্টে থাকছে কিনা। আমি সাজেস্ট করবো, যদি আপনার ডিভাইস অফিসিয়ালি সাপোর্টেড হয়, তাহলে Pixel Experience অথবা Paranoid Android রম ব্যবহার করুন। আর সাপোর্টেড না হলে তো কিছুই করার নেই। খুঁজতে থাকুন।আবারো হ্যাঁ, আনঅফিসিয়াল কাস্টম রম ইন্সটল করার কথা এই মুহূর্তে ভাববেন না!
কাস্টম রম খুঁজে বের করার জন্য নিচে জনপ্রিয় কয়েকটি কাস্টম রমের অফিসিয়াল ওয়েবসাইটের লিংক দেওয়া হল। নিচের ওয়েবসাইটে গিয়ে আপনি চেক করতে পারেন যে আপনার ফোনের জন্য কোন কাস্টম রম এভেইলেবল আছে। কমন সেন্স এবং আপনার প্রয়োজন অনুযায়ী ঠিক করুন যে আপনি কোন কাস্টম রমটি ইন্সটল করতে চান। যদি এই ব্যাপারে কোনরকম প্রশ্ন বা যেকোনো কনফিউশন থাকে, সেক্ষেত্রে নিচে কমেন্ট করুন। আমি যতদূর সম্ভব হেল্প করার ট্রাই করবো!
PIXEL EXPERIENCE LINEAGE OS EVOLUTIUON X
PARANOID ANDROID RELOADED OS AOSP EXTENDED
শুধু একবার দেখেই কোন রম সিলেক্ট করে বসবেন না। সবগুলো ওয়েবসাইটে গিয়েই সবগুলো রম চেক করবেন এবং একইসাথে আপনার ডিভাইসের জন্য ওই রমটি কতটুকু স্ট্যাবল, কোন বাগ বা ইস্যু আছে কিনা এবং থাকলে বাগগুলো কতটা সিরিয়াস, সেসবও জানার ট্রাই করুন। এই প্রত্যেকটি রমেরই অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল এবং টেলিগ্রাম গ্রুপ রয়েছে। রমগুলোর ওয়েবসাইট থেকে তাদের টেলিগ্রাম গ্রুপের লিংক নিয়ে জয়েন করে এই রমের অন্যান্য ইউজারদের সাথে আলোচনা করে জেনে নিন যে আপনার ফোনের জন্য ওই রমটির পারফরমেন্স কেমন এবং কোন সমস্যা রয়েছে কিনা। যেমনটা বলছি, কমন সেন্স ব্যবহার করুন!
আশা করি এতক্ষনে কিভাবে আপনার ফোনের জন্য কাস্টম রিকোভারি এবং কাস্টম রম খুঁজে বের করতে হবে সে ব্যাপারে যথেষ্ট ধারনা পেয়েছেন। আজকের মত এইটুকু জানাই যথেষ্ট। কোন প্রশ্ন বা ডাউট থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। পরবর্তী পার্টে রম সিলেকশনের ব্যাপারে আরো কিছু ট্রিক এবং ফোনের বুটলোডার আনলক করার ব্যাপারে ডিসকাশন করবো ইনশাল্লাহ।
What's Your Reaction?