যে বয়সী পুরুষের সন্তান জন্ম দেয়ার ক্ষমতা বেশি...
                                                
                                                    
                        
                                        
                            
                        
        
                        
                            পুরুষ মানুষ যেকোনো বয়সেই সন্তান জন্ম দিতে পারে এমন একটি প্রচলিত ধারণা কম-বেশি আমাদের সবারই আছে। কিন্তু প্রচলিত এই ধারণার নেই কোন বাস্তব ভিত্তি, বরং মেয়েদের সন্তান জন্মদানের ক্ষেত্রে বয়স যেমন গুরুত্বপূর্ণ ইস্যু, পুরুষের ক্ষেত্রেও তাই।
বয়স বাড়ার সাথে সাথে পুরুষের শুক্রাণু সংখ্যা ও গুনগত মান কমতে থাকে। বিশেষজ্ঞদের মতে, পুরুষের ক্ষেত্রে ২৫-৩০ বছর পিতা হওয়ার আদর্শ সময়। যদিও ৫০ কিংবা তার উপরে বয়সী পুরুষও সন্তান জন্ম দিতে পারে। এমনকি গ্রিনিজ বুক রেকর্ড অনুযায়ী ৯২ বছর বয়সী এক পুরুষও সন্তান জন্ম দিতে দেখা গেছে। তবে বিভিন্ন গবেষণায় দেখা গেছে পুরুষের ক্ষেত্রে ৪০ বছরের পর থেকে সন্তান জন্ম দানের ক্ষমতা কমতে থাকে।
মেয়েদের যেমন ঋতুস্রাব বন্ধ হলে পুরোপুরি সন্তান দানে অক্ষম হয়,পুরুষের ক্ষেত্রে সেরকমটি না হলেও ডিএনএ ক্ষতিকর হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। এমনকি বেশি বয়সে পুরুষ সন্তান জন্ম দান করলেও শিশুর শারিরীক অক্ষমতার সম্ভাবনা থেকে যায়।