করোনার মধ্যে যেভাবে প্রেম করবেন
করোনার মধ্যে যেভাবে প্রেম করবেন
করোনার মধ্যেও অটুট প্রেম! পুরনো প্রেমিকা কে ফিরে পেতে ধরণায় বসলো প্রেমিক। রীতিমতো নিজের অন্তর এর বার্তা ও আকুতিকে পোস্টারের মধ্যে লিখে এনে টাঙিয়ে দিলেন প্রেমিকার বাড়ির বাঁশের বেড়ায়। করোনা পরিস্থিতিতে উপেক্ষা করলেন কোভিড এর কারণে সতর্কতা বিশ্বজুড়ে। আংশিক লকডাউন শুরু হয়েছে সবখানেই। প্রাণ বাঁচাতে মানুষের নাভিশ্বাস উঠে যাচ্ছে। সেখানে এই ব্যক্তি কোনো কিছুই পরোয়া না করে প্রেমের টানে প্রেমিকার বাড়ির সামনে করুণা ভিক্ষায় বসে পরলেন। প্রাক্তন প্রেমিক এর এহেন কাহিনিতে ভারতের মালদা জুড়ে ঘটনায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। চর্চার কেন্দ্র বানিয়েছেন ব্যথিত প্রেমিক এই প্রেমিককে ঘিরে এখন সোস্যাল মিডিয়া সাইট থেকে পাড়ার চায়ের দোকানও উত্তাল হয়ে পরেছে। কেউ বলছেন, প্রেমিককে ধরে করোনা রোগীর সঙ্গে রাখা হোক আবার কেউ আবার এমন পরিস্থিতিতেও কোনও কিছুকেই তোয়াক্কা না করে দৃঢ় প্রতিজ্ঞ প্রেমিক কেই বিশেষ পুরস্কারে পুরস্কৃত করার দাবি জানিয়েছেন। কারো আবার দাবি এ সময় এমন কাহিনি সাপোর্ট করা উচিত নয় কোনোভাবেই। প্রশাসন কড়া ব্যবস্থা নিক। কেউ আবার মনে করছেন প্রেমিকার সঙ্গেই তাঁর বিয়ে পাকা করার ব্যবস্থা করা হোক। মোট কথা, করোনায় প্রতিদিন আক্রান্তের ও মৃত্যুর মিছিল এর মধ্যে মনোরঞ্জনের খোরাক এখন মালদার এর এই নাছোড় প্রেমিক নিজেই। প্রেমিক এর বায়োডাটা গতো শনিবার তিনি ঐ এলাকার কামার ডাঙা গ্রামে প্রেমিকা মমতা দাস এর বাড়ি থেকে প্রায় শ মিটার দূরে ধরণায় বসেছেন ৷ তাঁর দাবি, গত আট বছর ধরে তাঁর সঙ্গে মমতার প্রেমের সম্পর্ক ছিলো৷ তাঁরা বিয়ে করবেন বলে ঠিকও হয়েছিল। এর মধ্যে এক মাস আগে তাঁর সঙ্গে মমতা আচমকা তার সমস্ত সম্পর্ক ছিন্ন করে দেয়। এরপর আর এক মাস ধরে মমতা তাঁর সঙ্গে যোগাযোগ করেননি ৷ তিনি যোগাযোগ এর চেষ্টা করলেও তাতে কাজ হয়নি। এরপর তিনি খোঁজ খবর শুরু করেন। জানতে পারেন, মমতার বিয়ে ঠিক হয়েছে৷ এরপর তিনি নিজেকে আর ঠিক রাখতে পারেননি। তাই তিনি প্রেমিকার সঙ্গে দেখা করতে তাদের বাড়িতে যান৷ কিন্তু বাড়িতে কারোর দেখা না মেলায় তিনি প্রেমিকার বাড়ির সামনে আসন নিয়েছেন ৷ প্রেমিক এর দাবি যতক্ষণ পর্যন্ত না তার প্রেমিকার সঙ্গে দেখা করবেন, তাঁর সঙ্গে কথা বলবেন, প্রেমিকাকে বিয়েতে রাজী করে তাঁর সঙ্গে ফের সম্পর্ক জুড়বেন; ততক্ষণ পর্যন্ত তিনি সেখান থেকে নড়বেন না বলে সাফ জানিয়ে দিয়েছেন।What's Your Reaction?