মাসিক বেতন ৬০ হাজার টাকা, তবুও ভিক্ষা করেন হাসপাতালের স্বাস্থ্যকর্মী !
পেশায় তিনি একজন হাসপাতালের স্বাস্থ্যকর্মী। মাসিক বেতন পান প্রায় ৬০ টাকা। কিন্তু এরপরও টাকা জমানোর নেশা থেকে তিনি ঘুরের বেড়ান শহরের বিভিন্ন অলিগলি। এমনই একজনকে হাতে-নাতে ধরেছেন ভবঘুরে রাত্রি নিবাস পরিচালনা কেন্দ্রের সদস্য। ঐ লোককে ভবঘুরেদের রাত্রি নিবাস কেন্দ্রে নেয়া হলে তিনি সেখানে থাকতে চান না, পরে স্থানীয়দের চাপে তিনি স্বীকার করেন তিনি সরকারী হাসপাতালের স্বাস্থ্যকর্মী।
ঘটনাটি ঘটেছে ভারতের পশ্চিমবঙ্গে। ঐ ব্যক্তির স্ত্রী দাবি করছেন, তার স্বামী টাকা জমানোর নেশায় দীর্ঘদিন ধরে ভিক্ষা করছেন। আর তিনি বাড়িতে কোন টাকা দেন না, সব টাকাই ব্যাংকে সেভিংস করেন। গত শুক্রবার গভীর রাতে পশ্চিমবঙ্গের এক রেলস্টেশন চত্বর থেকে পঞ্চাশবছরের বয়স্ক ঐ বৃদ্ধকে উদ্ধার করেন ভবঘুরে রাত্রি নিবাস পরিচালনা কেন্দ্রের সদস্য।