ওয়ার্ডপ্রেস মাল্টি সাইট সেটাপ

ওয়ার্ডপ্রেস মাল্টি সাইট সেটাপ,মাল্টিসাইট ওয়ার্ডপ্রেস wordpress multi site setup %%primary_category%% %%sitename%% %

ওয়ার্ডপ্রেস মাল্টি সাইট সেটাপ
ওয়ার্ডপ্রেসে মাল্টিসাইট কি এবং কিভাবে এড করবেন ? ধরে নিন যে আপনার একটি অনলাইন শপ আছে, অনলাইন শপটিতে এক্টিভ কাস্টমারের সংখ্যা অনেক। এখন আপনি তাদের নিয়ে একটি কমিউনিটি/ফোরাম সাইট বানাতে চাচ্ছেন , যেখানে তারা আপনার পণ্যের রিভিউসহ অন্যান্য সমস্যা নিয়ে আলোচনা করার সুযোগ পাবে। ফোরাম সাইট বানানোর জন্য নিশ্চয়ই আপনি নতুন ডোমেইন বা অথবা সাব ডোমেইন নিবেন।আপনার কমিউনিটি সাইট বানানোর ধাপগুলো কেমন হবে তার একটা ধারণা আমরা আপনাকে দেইঃ ১) নতুন ডোমেইন/সাব ডোমেইন নেয়া ২) নতুন করে ডাটাবেজ ক্রেইট করা ৩) ওয়ার্ডপ্রেস ইনস্টল দেয়া ৪) ফোরাম সাইট বানানো কমপ্লিট করা ধরে নিচ্ছি নতুন ডোমেইন/ সাব-ডোমেইন নিয়ে আপনি ফোরাম সাইট বানাচ্ছেন। আপনার কাস্টমারদের ইনভাইট করলেন আপনার নতুন কমিউনিটিতে। তারা আপনার ইনভাইট গ্রহণ করল এবং আসলো আপনার সাইট ভিজিট করতে। এবার নিশ্চয়ই তাদেরকে আপনার ফোরাম সাইটে জয়েন দেয়ার জন্য নতুন একাউন্ট ক্রেইট করবে ? ব্যাপারটা এরকম হলে কেমন হবে? আপনার ২ থেকে ৩ টা সাইট আছে এবং একটা ইউজার যেকোন একটি সাইটে একাউন্ট ক্রিয়েট করে প্রত্যেকটা সাইটে লগিন করতে পারলো। ওয়ার্ডপ্রেসে মাল্টিসাইট এড করার মাধ্যমে এই কাজটি করা খুবই সোজা,যেটা আপনিও করতে পারবেন।

ওয়ার্ডপ্রেস মাল্টি সাইট ফুল সেটাপঃ

ওয়ার্ডপ্রেস মাল্টি সাইট কি তা জানার আগে চলুন জেনে নেই মাল্টি সাইট কি।মাল্টিসাইট কিঃ মাল্টি সাইট হচ্ছে নেটয়ার্কিং সিস্টেমে। এক ডাটাবেজ এর আন্ডারে অনেক গুলো ওয়েবসাইট।ওয়ার্ডপ্রেস মাল্টি সাইট সেটাপ তো এবার মাল্টিসাইট সেটাপ এর ফুল গাইড শুরু করা যাক।

ওয়ার্ডপ্রেস এ মাল্টিসাইট এড করবার জন্যে আপনার কোমো কোডিং জ্ঞা্নের প্রয়োজন হচ্ছেনা। আপনার হোস্টিং এর সিপ্যানেল এর কিছু প্রিমেইড কোড এর প্রয়োজন হবে। আপনার হোস্টীং এর সি প্যানেল এ গিয়ে wp config.php ফাইলে গিয়ে নিচের কোডাটি পেস্ট করে দিন।

ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ড থেকে ইন্সটলেশন কোড কালেকট: ফাইলটি সেভ দেয়ার পর ওয়ার্ডপ্রেস সাইটে লগিন করুণ (লগিন করা থাকলে রিফ্রেশ দিয়ে নিন) এরপর টুলসে হোভার করে দেখুন নুতন একটি অপশন এড হয়েছে Network setup নাম এ।

ওয়ার্ডপ্রেস এ যেভাবে গুগল এনালাইটিক্স ইন্সটল করবেন!

নেটওয়ার্ক সেটআপে ক্লিক করলে নিচের মতো নতুন আরেকটি পেজ ওপেন হবে (নেটওয়ার্ক সেট আপ করার আগে অবশ্যই আপনাকে সব প্লাগিন ডিএক্টিভ করতে হবে, অন্যথায়- আপনি সেটআপ পেজের এক্সেস পাবেন না। ভয় পাবেন না, নেটওয়ার্ক সেটআপ করার পর আবার এক্টিভ করতে পারবেন) এভাবের আপনার ওয়ার্ডপ্রেস এর মাল্টিসাইট সেটাপের কাজটি কম্পলিট হয়ে গেলো। কোনো কিছু না বুঝলে অবশ্যই কমেন্ট করবেন এবং আমরা তার রিপ্লাই দিবো।  

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow