ওয়ার্ডপ্রেস মাল্টি সাইট সেটাপ
ওয়ার্ডপ্রেস মাল্টি সাইট সেটাপ,মাল্টিসাইট ওয়ার্ডপ্রেস wordpress multi site setup %%primary_category%% %%sitename%% %
 
                                                                                                    ওয়ার্ডপ্রেস মাল্টি সাইট ফুল সেটাপঃ
ওয়ার্ডপ্রেস মাল্টি সাইট কি তা জানার আগে চলুন জেনে নেই মাল্টি সাইট কি।মাল্টিসাইট কিঃ
মাল্টি সাইট হচ্ছে নেটয়ার্কিং সিস্টেমে। এক ডাটাবেজ এর আন্ডারে অনেক গুলো ওয়েবসাইট। তো এবার মাল্টিসাইট সেটাপ এর ফুল গাইড শুরু করা যাক।
তো এবার মাল্টিসাইট সেটাপ এর ফুল গাইড শুরু করা যাক।
ওয়ার্ডপ্রেস এ মাল্টিসাইট এড করবার জন্যে আপনার কোমো কোডিং জ্ঞা্নের প্রয়োজন হচ্ছেনা। আপনার হোস্টিং এর সিপ্যানেল এর কিছু প্রিমেইড কোড এর প্রয়োজন হবে। আপনার হোস্টীং এর সি প্যানেল এ গিয়ে wp config.php ফাইলে গিয়ে নিচের কোডাটি পেস্ট করে দিন।
ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ড থেকে ইন্সটলেশন কোড কালেকট: ফাইলটি সেভ দেয়ার পর ওয়ার্ডপ্রেস সাইটে লগিন করুণ (লগিন করা থাকলে রিফ্রেশ দিয়ে নিন) এরপর টুলসে হোভার করে দেখুন নুতন একটি অপশন এড হয়েছে Network setup নাম এ।
নেটওয়ার্ক সেটআপে ক্লিক করলে নিচের মতো নতুন আরেকটি পেজ ওপেন হবে (নেটওয়ার্ক সেট আপ করার আগে অবশ্যই আপনাকে সব প্লাগিন ডিএক্টিভ করতে হবে, অন্যথায়- আপনি সেটআপ পেজের এক্সেস পাবেন না। ভয় পাবেন না, নেটওয়ার্ক সেটআপ করার পর আবার এক্টিভ করতে পারবেন) এভাবের আপনার ওয়ার্ডপ্রেস এর মাল্টিসাইট সেটাপের কাজটি কম্পলিট হয়ে গেলো। কোনো কিছু না বুঝলে অবশ্যই কমেন্ট করবেন এবং আমরা তার রিপ্লাই দিবো।
What's Your Reaction?
 
                    
                
 
                    
                
 
                    
                
 
                    
                
 
                    
                
 
                    
                
 
                    
                
 
                     
	                                             
	                                             
	                                             
	                             
	                             
	                             
	                             
	                             
	 
	 
	 
	 
	