BDIX কী এবং বেস্ট কিছু BDIX সার্ভার

bdix সার্ভার, bdix সার্ভার কি %%sep%% %%primary_category%% %%title%% %%sitename%%

BDIX কী এবং বেস্ট কিছু BDIX সার্ভার
যারা আমার এই পোস্টটি পড়ছেন তাদেরকে আগেই বলে রাখছি যে, এই পোষ্টটি শুধুমাত্র যারা ব্রডব্যান্ড ইউজার তাদের জন্যই! আজকে আমার লেখার মুল বিষয়বস্তুটি হচ্ছে high speed ftp server bd, ব্রডব্যান্ড ইউজাররা আপনাদের নেট প্যাকেজের বিজ্ঞাপনগুলোতে একটু লক্ষ্য করে দেখে থাকবেন যে, বিশেষ করে লেখা থাকে যে Youtube স্পিড আর FTP সার্ভারের স্পিড দুটো কিন্তু সম্পূর্ণ আলাদা । যেমন ধরুণ আপনার 5Mbps এর প্যাকেজগুলোতে Youtube আর FTP সার্ভারের স্পিড ২০/৩০ Mbps দেওয়া থাকে কিন্তু অন্যদিকে  FTP সার্ভার হচ্ছে মূলত আপনার ISP এর সার্ভারের একটি কম্পিউটারের ফোল্ডার যেখানে তারা তাদের পছন্দ মতো মুভি, সিরিজ, গান, গেমস, সফটওয়্যার ইত্যাদি জিনিসগুলোকে আপলোড থাকে। যারা একটু হেভিওয়েট ইউজার রয়েছেন তাদের জন্য BDIX movie server ছাড়া একটা দিনও কল্পনা করা অনেক কঠিন। বর্তমানে দেশের সকল ISP গুলোই বিডিআইএক্স সার্ভারের সুবিধাগুলো দিয়ে থাকে। BDIX সার্ভার হচ্ছে মূলত দেশের প্রতিটি একক ISP এর FTP সার্ভারকে দেশের সকল ব্রডব্যান্ড ইউজারদের জন্যে Available করে দেওয়া। মানে ধরূন যে আপনি Link3 এর FTP সার্ভার Link3 এর ইউজার না হয়েও এর ব্যবহার করতে পারবেন। তবে কিছু কিছু ISP এর BDIX বহিভূর্ত সার্ভার থাকে যেটা এক্সক্লুসিভ আকারে দিয়ে দেওয়া থাকে। একটি কথা মনে রাখবেন, টরেন্ট এর থেকে FTP সার্ভার অনেক বেশী উত্তম। কারণ আপনি যদি দেশীয় torrentbd থেকেও কোনো কিছু ডাউনলোড করতে চান কিন্তু যদি সেটার সিড না থাকে তাহলে কিন্তু কোনো স্পিডই আপনি পাবেন না এতে অনেক সময় ব্যায় করতে হবে। কিন্তু অন্যদিকে FTP সার্ভার থেকে কোনো কিছু ডাউনলোড করতে গেলে Seed/Leech এগুলো নিয়ে কোন ধরণের মাথা ব্যাথা থাকে না। BDIX মূলত কি? BDIX এর পূর্ণরূপটি হচ্ছে Bangladesh Internet Service Exchange । এখন ধরে নিন যে আপনার ISP বা আপনার ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারের নূন্যতম ১টি মাত্র FTP সার্ভার রয়েছে। এই একটি সাভার্র থেকে আপনি যত স্পিডেরই নেট সংযোগ নিয়ে থাকেন না কেন ওই সার্ভার থেকে প্রচুর দ্রুত স্পিডে আপনি ফাইলসগুলোকে ডাউনলোড করে নিতে পারবেন। এখন এভাবেই বাংলাদেশের সকল উচ্চপর্যায়ের ISP বা বড় বড় মেজর ISP প্রতিষ্ঠানগুলো মিলে BDIX এর তৈরি করেছে। অর্থাৎ ধরে নিন যে বাংলাদেশের ১০০টা ISP মিলে BDIX তৈরি করেছে তাহলে আপনার ISP যদি BDIX সমর্থিত হয়ে থাকে তাহলে আপনি BDIX server থেকে মানে ওই ১০০টা ISP এর সবগুলো FTP সার্ভারগুলো থেকে হাই স্পিডে আপনার ডাউনলোড করতে পারবেন। অনেক সময় মনে করুন যে, আপনি আপনার কোন বন্ধুর বাসায় বেড়াতে গেলেন। সেখানে গিয়ে দেখলেন যে আপনার বন্ধু 10.16.100.244 সাইটে ব্রাউজিং করছে। তখন আপনার মনে হবে এটা আবার কোন ধরণের সাইট! আসলে এটাই হচ্ছে মূলত একটি BDIX FTP সার্ভার।  BDIX Server BD: আমার নিজের ব্যক্তিগত জানা মতে দেশে প্রায় ১১১টি এর মতো BDIX FTP পাবলিক সার্ভার রয়েছে। তবে আপনার একার জন্যে ১১১ টির প্রয়োজন হবে না। নিয়মিত আপডেট পেলে মাত্র ১/২টা সার্ভারেই আপনি আপনার পছন্দের মুভি, গান, সফটওয়্যার, গেমস  ইত্যাদি সবকিছুই পেয়ে যাবেন। নিচে আমি আপনাদের সুবিধার্থে দেশের সেরা কিছু BDIX FTP সার্ভারের ছোট খাটো লিস্ট এবং ছোট্ট রিভিউ দিয়ে দিচ্ছি। এছাড়াও ১১১টি মানে সকল BDIX FTP সার্ভারের খোঁজও দিয়ে দেওয়ার চেষ্টা করবো হতাশ হবেন না। Best FTP Server BD এর List:
  1. Circle FTP Server :
সার্কেল FTP Server আমার ব্যক্তিগত মতে দেশের এখনো পর্যন্ত সবথেকে সেরা একটি সার্ভার! যারা 15.1.1.1 কিংবা circleftp.net এই সাইটে একসেস পান তারাই শুধু এই সার্ভারটি ব্যবহার করতে পারবেন। সেরা সার্ভার বলছি কারণ এখানে আপনি যে শুধুমাত্র লেটেস্ট মুভি, সিরিজ, সফটওয়্যার, গেমস পাওয়া যায় শুধু তাই নয় বরং এই সাইটে ইউজার রিকোয়েস্ট সবথেকে বেশি গ্রহন করা হয়ে থাকে। শুধুমাত্র এডাল্ট আর বাংলাদেশি কনটেন্ট ছাড়া আপনার পছন্দের যেকোনো কিছু তাদের ফেসবুক গ্রুপে পোষ্ট দিয়ে দেখবেন যে ঘন্টাখানেকের মধ্যেই সার্ভারে আপনার রিকোয়েস্ট করা মুভি/সিরিজ/গেমস সবই আপলোড করা হয়ে যাবে। আমার মনে আছে যে শুধুমাত্র এই সার্ভারেই Call of Duty Warzone রিলিজের সময় সেই ১০০+ জিবি গেমের ব্যাকআপ চলে আসছিলো গেম রিলিজের ৩ ঘন্টার মধ্যেই! সার্কেলে ৩টি সার্ভারই রয়েছে, ftp1.circleftp.net, ftp2,circleftp.net এবং ftp3.circleftp.net , এগুলো ওদের সাইট ভিজিট করলেই আপনি বুঝতে পারবেন। সরাসরি 15.1.1.1 লিখে এন্টার দিলেও মেইন সাইটে চলে যেতে পারবেন।
  1. Ebox.live Server:
শুধুমাত্র ইউজার রিকোয়েস্ট অপশন এখানে না থাকার কারণে এটাকে ১ম স্থানে নিতে পারিনি আমি। কিন্তু এই বিষয়টিকে বাদ দিলে এই সার্ভারটি আপ-টু-ডেট এবং সবসময় বেশ কড়া হয়ে থাকে! লেটেস্ট সকল মুভি, ডকুমেন্টারি, গেমস, সফটওয়্যার, টিভি সিরিজ তো পাবেনই এমনকি এখানে নতুন কিছু রিলিজ হলেই ১/২ দিনের মধ্যেই সার্ভারে সেট এ আপডেটেড হয়ে যায়! গুগলে যদি movie server bd লিখে সার্চ দেন তবুও এই চমৎকার সাইটটি রেজাল্টে আসবে না। এছাড়াও সরাসরি ফোল্ডার দিয়ে সাইটটি সাজানো হয় বিধায় নিদির্ষ্ট জিনিস খুঁজে পেতে বেশ সুবিধাই হবে আপনাদের। যেমন আপনি যদি ২০১৮ সালের মাস্টারপিস Tumbbad মুভিটি ডাউনলোড করতে চান। চলে যান Movies > Bollywood > 2018 > Tumbbad ফোল্ডারে!
  1. BossBD FTP Server
যারা সিম্পলি মিনিমালিস্টিক ডিজাইনের সার্ভারগুলোকে পছন্দ করেন তাদের জন্য আমার Boss BD server কে সাজেস্ট থাকবে। কোনো প্রকার হেভি ডিজাইন এর নাম গন্ধ নেই এই সাইটে। সরাসরি সার্ভারের ফোল্ডারগুলো দিয়েই BOSSBD ডিজাইন করা হয়েছে। লেটেস্ট সব মুভি, সিরিজ পাবেন এখানে। তবে আমি গেমস আর সফটওয়্যারে লেটেস্ট কিছুই আমি খুঁজে পাই নি। আর এখানে ইউজার রিকোয়েস্ট সেকশনও নেই দুঃখবশত। Bossbd ftp server টি যারা খুজছেন তারা নিচের লিঙ্ক গুলো ট্রাই করতে পারেনঃ
  1. Net@Home:
যাদের উপরের ২টি সার্ভারের কোন একটিও সার্পোট করে না তারা এই Net@Home সার্ভারটি টেস্ট করে দেখতে পারেন। লেটেস্ট মুভি আর সিরিজ পাওয়া গেলেও গেমস আর সফটওয়্যারের ক্ষেত্রে এক বিশাল ঘাটঁতি রয়েছে সার্ভারে। আর ইউজার রিকোয়েস্ট অপশনও নেই এবং একই সাথে লেটেস্ট মুভি পেতে একটু লেইট হয়ে যায় এই সার্ভারে।
  1. Sam Online FTP BD
বাংলাদেশের অন্যতম (সেরা বলা চলে) টপ BDIX সার্ভার হচ্ছে স্যাম অনলাইন সার্ভারটিকে। একে সার্ভার এর গডফাদারও বলা চলে। কি নেই এখানে? লেটেস্ট মুভি থেকে শুরু করে , টিভি সিরিজ, ওয়েব সিরিজ, ভিডিও গেমস, পিসি/ম্যাক/লিনাক্স সফটওয়্যার, ডকুমেন্টারি লাইভ টিভি সব কিছুই ফুলফিল রয়েছে এতে। আর লক্ষ্য করলে দেখবেন যে স্যাম অনলাইনের ডিজাইন নকল করে আরো বেশ কিছু FTP সার্ভার রয়েছে যারা ডিজাইনে নকল করলেও কনটেন্ট কোয়ালিটির ক্ষেত্রে স্যামের ধাঁরেকাছেও যেতে পারে নাই। তবে এত কিছু সুনাম থাকার পরে স্যাম অনলাইনকে লিস্টের একটু নিচে রাখার কারণ হচ্ছে এর availability । অনেকের কাছেই স্যামের একসেস থাকে না কারণ এটা একটু বেশীই এক্সুসিভ সার্ভার। আর যাদের কাছে একসেস রয়েছে তাদের তো অন্য কোনো সার্ভারে ভিজিটেরই প্রয়োজন পড়বে না আমার মতে।
  1. MangoGamers FTP Gaming Server BD:
দেশের সবথেকে বড় এবং একমাত্র গেমিং এবং ডেডিকেটেড BDIX FTP সার্ভার হচ্ছে এই MangoGamers । এই টরেন্টে আপনি সব গেমস নাও পেতে পারেন কিন্তু এই সার্ভারে ১৯৯০ সাল থেকে রিলিজ হওয়া প্রায় সব গেমসই খুঁজে পেতে পারেন। বুঝতেই পারছেন এটা হচ্ছে শুধুমাত্র পিসি / অ্যান্ড্রয়েড গেমিং রিলেটেড একটি সার্ভার। আর ভালো কথা হচ্ছে এখানে ইউজার রিকোয়েস্টেরও অপশনও রাখা হয়েছে। তবে দুঃখের বিষয় হচ্ছে অনেক ISP থেকে এই সার্ভারে স্পিড এখানে তুলনামূলক একটু কমই পাওয়া যায়। FTP Server BD লিস্টে এটা অন্যতম সেরা পিসি গেম ডাউনলোডিং সার্ভার।
  1. FTPBD
যাদের সার্কেল আর ইবক্স ও কাজ করে না তাদের এই FTPBD ট্রাই করতে পারেন। লেটেস্ট সব কিছুই পেয়ে যাবেন এখানে। গেমস আর সফটওয়্যার ও রয়েছে। তবে ইউজার রিকোয়েস্ট নেই সার্কেলের মতো এখানেও। এছাড়াও অনলাইন টিভি সার্ভিসও রয়েছে এখানে। ftpbd server টির ওয়েবসাই্টিও বেশ আপডেটেড এবং তাদের media content ও বেশ ভালোভাবে অর্গানাইজড করা রয়েছে। ftpbd net লিখে সার্চ করলেই তাদের সাইটি পেয়ে যাবেন। এই সার্ভারটি আসলে Business Network বা B.NET এর মালিকানাধীন FTP server. নিচের লিঙ্ক গুলোতে সার্ভারটিতে এক্সেস করতে পারবেনঃ
  1. Alphamediazone
আমার ISP তে এই সার্ভারের অনেক স্পিড বেশি পেলেও এটাকে লিস্টের শুরু দিকে রাখতে পারি নাই। কারণ এখানে লেটেস্ট আপডেট বলতে তেমন কোন  কিছুই নেই। এমনকি সাইটে ২০১৯ সালের পর আর কিছুই দেখতে পেলাম না আমি, ২০২০ সালেরও কোনো কিছুই নেই এখানে। তবে পুরোনো আর্কাইভ হিসেবে আপনি সাইটটিকে ব্যবহার করতে পারেন যদি আপনার ওখানে একসেস থাকে।
  1. JDIX
আরেকটি চমৎকার সার্ভার যদি আপনার এটিতে একসেস থাকে। লেটেস্ট সব কিছু পেলেও সাইটটিতে মাসে মাত্র ২/৪ বার করে আপলোড করা হয় আমার যা মনে হয় আরকি!
  1. BongoBD Content on Demand
FTP Server গুলোতে লক্ষ্য করলে দেখবেন যে বাংলাদেশি কোনো কনটেন্ট এগুলোতে দেওয়াই হয় না, আর থাকলেও সেটা বহুপুরোনো (২০০৮ সালেরও আগের।) কারণ হচ্ছে BDIX সার্ভারগুলোতে বাংলাদেশী কোনো কিছু দেওয়ার যাবে না এমন রুলসও রয়েছে। তবে BongoBD সার্ভারে অফিসিয়াল ভাবেই আপনি বাংলাদেশি নাটক, মুভি ইত্যাদি সব কিছুই পাবেন, বঙ্গবিডি সার্ভারটি শুধুমাত্র বাংলাদেশি কনটেন্ট কেন্দ্রিক একটি সার্ভার। Bongo BD হচ্ছে কন্টেন্ট অন ডিমান্ড ভিত্তিক সার্ভিস, এখানে হয়ত আপনাকে সাবস্ক্রিপ্সশন ফিও পে করতে হতে পারে, যেমনটা নেটফ্লিক্স, আমাজন প্রাইম, হুলু নেটওয়ার্কেও হয়ে থাকে।
  1. CrazyCTG FTP server
 এখানে নামেই বলা আছে যে এটা চট্ট্রগ্রামের সার্ভার। তাই ওই এলাকার ইউজাররা এখানে একটু বেশিই স্পিড পাবেন বলে আশা করা যায়।
  1. MYbdplex
লেটেস্ট মুভি থেকে শুরু করে টিভি সিরিজ, গেমস সফটওয়্যার সব কিছুই রয়েছে এখানে। একসেস পেলে ট্রায় করে দেখতে পারেন ভালো লাগবে আশা করি।
  1. Roar Media
এই সার্ভারটিকে আমি মূলত টিভি দেখার কাজে মাঝেমধ্যে ব্যবহার করে থাকে। কারণ এতে একদম লেটেস্ট তেমন কিছুই দেখতে পাইনি আমি।
  1. ShowTimeBD
লেটেস্ট সবই কিছুই আছে এতে, আর সাথে রয়েছে মুভি রিকোয়েস্ট অপশন তবে রিকোয়েস্ট দিলে কতটুকু দ্রুততার সাথে আপলোড হয় সেটা চেক করে দেখা হয়নি। আপনারা অবশ্যই ট্রায় করে দেখতে পারেন।  

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow