মানুষের কামড়ে মারা গেল বিষধর সাপ!
ধানক্ষেত থেকে কাজ শেষে বাড়ির পথ ধরেছিল এক ব্যক্তি। সেখানেই এক বিষধর সাপ ছোবল দেয় ৪৫ বছর বয়স্ক অই ব্যক্তিকে। কামড় খেলেও সাপটিকে তৎক্ষণাৎ ধরে ফেলতে সক্ষম হন তিনি। এরপর বেশ কয়েকবার কামড় বসিয়ে সাপটিকে মেরে ফেলে ব্যক্তিটি। সম্প্রতি ভারতের উড়িষ্যায় এই ঘটনাটি ঘটেছে।
ব্যক্তির নাম কিশোর বাদ্রা। এই নিয়ে কিশোর বলেন, বুধবার সন্ধ্যায় ধানক্ষেত থেকে ফেরার পথে আমার পায়ে কিছু একটা কামড় দেয়। সঙ্গে সঙ্গে টর্চ জেলে দেখি বিষাক্ত কালাচ সাপ। কামড়ের প্রতিশোধ নিতে আমি ধরে ফেলি সাপটিকে। তারপর কামড়াতে থাকি। আমার কামড় খেয়ে ওখানেই মরে যায় সাপটি।'
মৃত সাপটি বাড়ি নিয়ে আসলে খুব দ্রুতই ঘটনা জানাজানি হয়ে যায়। স্থানীয়রা তাকে সাপের কামড় খাওয়ার জন্য হাসপাতালে যেতে বললেও কিশোর জানান, বিষাক্ত কালাচ সাপ কামড়ালেও তেমন কোন সমস্যা হয় নি আমার।