শুধু দেখা নয়, এবার টিভি থেকে পাওয়া যাবে খাবারের স্বাদ

শুধু দেখা নয়, এবার টিভি থেকে পাওয়া যাবে খাবারের স্বাদ
নানা রকম উদ্ভাবনী প্রযুক্তি ও আবিষ্কার দিয়ে বরাবরই বিশ্বকে চমকে দিয়েছে জাপান। সম্প্রতি জাপানি এক প্রফেসর এমনই এক টিভির ডিজাইন করেছেন, যেখানে শুধু খাবারের ছবি দেখেই সন্তুষ্ট থাকতে হবে না, চাইলে পাওয়া যাবে খাবারের স্বাদও। জাপানি ওই প্রফেসর সদ্য আবিষ্কৃত ওই টিভিটির নাম দিয়েছেন টেস্ট দ্য টিভি। অধ্যাপক আরও জানিয়েছেন এই টিভি দেখে ১০ রকমের স্বাদ উপভোগ করতে পারবেন মানুষ। এই টিভিটি বর্তমানে মেইজি বিশ্ববিদ্যালয়ে প্রদর্শনের জন্য রাখা হয়েছে। টিভিটি পরীক্ষার সময় বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী জানিয়েছেন, তিনি চকলেটের স্বাদ নিতে চেয়েছিলেন। ঠিক এরপরেই টিভির স্ক্রিনে পর্দায় একটি চকলেটের ছবি দেখানো হয় এবং মেয়েটিকে সেই চকলেটটি চাঁটতে বলা হয়। কিছুক্ষণের মধ্যেই মেয়েটি বলেন, স্বাদ খুবই ভালো এবং অনেকটা দুধ চকলেটের মত। হোমি মিয়াশিতার নামক অই প্রফেসর আরও জানিয়েছেন, এই টিভির বানিজ্যিক সংস্করণ তৈরি করতে খরচ হবে প্রায় ৮৭৫ ডলার।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow